বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ছিনতাইকারীদের দৌরাত্ম্য

আইনশৃঙ্খলা বাহিনীর ঘুম ভাঙুক

ছিনতাইকারীদের হাতে আহত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের একজন চিকিৎসক গত মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজধানীতে প্রতিদিনই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছে যেসব এলাকা সেখানেও রয়েছে ছিনতাইকারী নামের মানুষ শকুনদের তৎপরতা। ছিনতাইয়ের সিংহভাগ ঘটনাই থাকে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর অগোচরে। মানুষ সব হারানোর পরও হয়রানির ভয়ে বাধ্য না হলে থানায় যেতে চায় না অভিযোগ নিয়ে। ছিনতাইয়ের ঘটনা থানা বা আইন আদালত পর্যন্ত যায় কেউ ছিনতাইকারীর হাতে নিহত অথবা আহত হলে। গুরুত্বপূর্ণ কোনো জিনিস বা ডকুমেন্ট ছিনতাই হলেও বাধ্য হয়ে থানামুখো হতে হয়। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক ফরহাদ আলম গত ২৯ নভেম্বর বিকালে কর্মস্থল থেকে রিকশায় মোহাম্মদিয়া হাউজিং সোসাইটির বাসায় যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীদের টানাহেঁচড়ায় তিনি রাস্তায় পড়ে গুরুতর আঘাত পান। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার তিনি মারা যান। রাজধানীতে ছিনতাইয়ের যেসব ঘটনা ঘটে তার বড়জোর পাঁচ শতাংশ থানায় অভিযোগ করা হয়। জনবান্ধব ভূমিকার অভাবে মানুষ থানায় যেতে ভয় পায়। রাজধানীতে সংঘটিত ছিনতাইয়ের এক বড় অংশ ঘটে সন্ধ্যার পর কিংবা ভোররাতে। রাজধানীর রাজপথ ও গলিপথগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রহরা দুর্বল হওয়ায় ছিনতাইকারীরা যা ইচ্ছা তাই করার সাহস পাচ্ছে। রাজধানীর কোন এলাকায় কারা ছিনতাইয়ের সঙ্গে জড়িত তা খুঁজে বের করা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য খুব একটা কষ্টের কাজ নয়। গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয় হলে অপরাধীদের লাগাম পরানো সম্ভব। কিন্তু সেদিকে নজর না থাকায় ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে উঠছে। রাজধানীতে র‌্যাবের তৎপরতা হ্রাস পাওয়ায় ছিনতাই বেড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। জননিরাপত্তা নিশ্চিত করা সরকারের অবশ্য পালনীয় দায়িত্ব। যে কর্তব্য পালনে তারা কতটা আন্তরিক সে বিষয়েও প্রশ্ন উঠছে। আমরা আশা করব ফরহাদ আলমের মতো আর কেউ যাতে ছিনতাইকারীর কবলে পড়ে জীবন না হারায় তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কুম্ভকর্ণের ঘুম থেকে জেগে উঠবে। ছিনতাইকারীদের দৌরাত্ম্য বন্ধকে তারা চ্যালেঞ্জ হিসেবে নেবেন আমরা এমনটিই দেখতে চাই।

সর্বশেষ খবর