শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ছিনতাইবিরোধী অভিযান

পুলিশি পাহারা জোরদার করুন

দেরিতে হলেও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কুম্ভকর্ণের ঘুম ভেঙেছে। রাজধানীতে শুরু হয়েছে ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান। এ অভিযানে গত মঙ্গলবার ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীতে ছিনতাইয়ের ঘটনা অহরহ ঘটছে। ডিএমপি সূত্রে বলা হয়েছে, ঢাকা মহানগরীতে জানুয়ারিতে ৯১, ফেব্রুয়ারিতে ৯৯, মার্চে ১১৪, এপ্রিলে ৯৪, মে-তে ৮৮, জুনে ৯৬, জুলাইয়ে ১০৪, আগস্টে ৯৮, সেপ্টেম্বরে ৯৫ ও অক্টোবরে ১২১টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশের খাতায় প্রতিদিন ছিনতাইয়ের অভিযোগ জমা হয়েছে ৩-৪টি, মাসে গড়ে ১০০টিরও কম। প্রকৃত অর্থে ছিনতাইয়ের একটি ক্ষুদ্রাংশের ব্যাপারে থানায় অভিযোগ করা হয়। ছিনতাইয়ে সর্বস্ব হারানোর পর থানায় অভিযোগ করে অর্থ খরচ ও হয়রানির শিকার হতে চায় না সাধারণ মানুষ। থানায় অভিযোগ করলে ছিনতাইকৃত মালামাল ফিরে পাওয়ার নিশ্চয়তা না থাকলেও অর্থদণ্ড ও হয়রানি ভোগ করার নিশ্চয়তা থাকে প্রায় শতভাগ। ফলে বাধ্য না হলে কেউ ছিনতাইয়ের ব্যাপারে অভিযোগ জানাতে থানায় যায় না। ছিনতাইকারীর হাতে হতাহত হওয়া কিংবা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিনতাই হলেই কেবল সেসব ক্ষেত্রে ভুক্তভোগীরা থানা-পুলিশের কাছে যেতে বাধ্য হয়। আমাদের ধারণা, রাজধানীতে ছিনতাইকারীর সংখ্যা ২ থেকে ৩ হাজার এবং সিংহভাগ মাদকাসক্ত। ঢাকার অলিগলি, প্রধান সড়কসহ বিভিন্ন স্পটে দিনে বা সন্ধ্যায় মোটরসাইকেল দাপিয়ে ছিনতাই করে বেড়াচ্ছে বেপরোয়া ছিনতাইকারী সদস্যরা। রাতে বা ভোরে ছিনতাইকারীরা বের হয় প্রাইভেট কার নিয়ে। মোটরসাইকেল বা প্রাইভেট কারে মহিলাদের ভ্যানিটি ব্যাগ, রিকশাযাত্রীদের মোবাইল ফোন সেট, মানিব্যাগ ছিনতাই করছে। এমনকি যাত্রী বা পথচারীদের পথরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে কেড়ে নিচ্ছে নগদ অর্থ, মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র। ভয় দেখিয়ে এটিএম কার্ড দিয়ে টাকা তুলছে। গুলি করে বা কুপিয়ে আহত করে, এমনকি হত্যা করেও ছিনতাইয়ের ঘটনা ঘটানো হচ্ছে। হঠাৎ করেই ছিনতাইকারীদের কাছে ভুক্তভোগীরা অসহায় হয়ে পড়েছেন। ছিনতাই বন্ধে একই সঙ্গে মাদকের বিরুদ্ধে আঘাত হানতে হবে। প্রতিটি এলাকায় মাদকাসক্তের তালিকা তৈরি করে তাদের ওপর তীব্র নজর রাখতে হবে। ছিনতাইকারীদের অভয়ারণ্য হিসেবে বিবেচিত এলাকাগুলোয় পুলিশি পাহারা জোরদার করতে হবে। মাদকাসক্ত ও ছিনতাইকারীদের সামাল দিতে পারলে রাজধানীতে অপরাধপ্রবণতা অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর