Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
প্রকাশ : শনিবার, ৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
আপলোড : ৬ জানুয়ারি, ২০১৮ ০০:০৩

মানুষ সুন্দর হলে সুন্দর হয় দেশ

মাওলানা সেলিম হোসাইন আজাদী

মানুষ সুন্দর হলে সুন্দর হয় দেশ

নতুন সূর্য। নতুন দিন। নতুন বছর। চারদিকে নতুনের গন্ধ লেগে আছে এখনো। নতুনের গন্ধে আমাদের মনে ফুটেছে আনন্দের ফুল। পেছনের জীবনের দিকে তাকালে ভালোর চেয়ে মন্দই বেশি। ফুলের চেয়ে ভুলই বেশি। আনন্দের চেয়ে বেদনা, হাসির চেয়ে কান্না, সুখের চেয়ে কষ্টই আমাদের এই ছোট্ট জীবনে বেশি। ব্যক্তিজীবনের দিকে তাকালে দেখা যায়, ত্যাগ নয় ভোগের আগুনেই পুড়েছি আমরা। ফলে আমরা খাঁটি সোনা না হয়ে হয়েছি তামা। দুঃখ-কষ্টে জর্জরিত হয়ে আমাদের জীবন হয়ে পড়েছে পুড়ে যাওয়া কয়লার মতো। অথচ আমাদের আত্মা চায় নির্মল হতে। ফিরে পেতে শুভ্রতা। আত্মার শুভ্রতা ফিরিয়ে আনতে, পেছনের জীবনের ভুলগুলো শুধরে নিতে নতুন বছরের এই নতুন আবহাওয়া বড় সহায়ক ভূমিকা পালন করে আমাদের জীবনে। তাই তো সব দিন সমান হওয়া সত্ত্বেও আল্লাহ কিছু দিনকে নতুনের পোশাক পরিয়ে বান্দার সামনে তুলে ধরেছেন। তিনি যেন আহ্বান করছেন, বান্দারে! তোর পেছনের জীবন শুধরে নিতে এই নতুন দিন একটি উপলক্ষ। নতুন দিনে তুই জীবনকে সাজিয়ে নেয় নতুন করে।

চাইলে প্রকৃতির এ আহ্বানে সাড়া দিয়ে আমরা জীবনকে শুরু করতে পারি নতুনভাবে। শপথ নিতে পারি— আজ থেকে আর বাবা-মাকে কষ্ট দেব না। স্ত্রীর সঙ্গে প্রেমহীন আচরণ করব না। স্বামীর অবাধ্য হব না। সন্তানের প্রতি আমার যে কর্তব্য আছে তা পালন করব যথাযথভাবে। ভাইবোন, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীর খোঁজ নেব নিয়মিত। এক কথায় আমার ব্যবহারে আর কাউকে দুঃখ দেব না। একই ভাবে জাতীয় জীবন নিয়েও আমাদের ভাবতে হবে। সাজাতে হবে নতুন করে। এ দেশ এই মাতৃভূমি আমাদের সবচেয়ে আপন। এখানে আমাদের জন্ম। আবার এখানেই আমরা শুয়ে থাকব অনন্তকালের জন্য। এ দেশে বড় হয়েছি আমরা। বেড়ে উঠছে আমাদের ভবিষ্যত্ প্রজন্ম। তাদের একটি সুন্দর দেশ উপহার দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। দেশ সুন্দর হয় কীসে? মানুষ সুন্দর হলে। আমরা সবাই যখন শুদ্ধ জীবনের সবক নিয়ে সচ্ছ পথে হাঁটব তখনই আমাদের দেশ বিশ্বের বুকে আদর্শ দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াতে পারবে। বিগত বছরগুলোয় আমাদের প্রিয় মাতৃভূমির আঁচলে হিংস্র নখরের আঁচড় পড়েছে অনেক। এর মধ্যে আছে ভিন্নধর্মাবলম্বীদের উৎসব অনুষ্ঠানে হামলা। তাদের অস্তিত্বের ওপর হুমকি। আছে প্রশ্নফাঁসের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা। ঘুষ-দুর্নীতির মহামারী তো লেগেই আছে স্বাধীনতার পর থেকে। এমনিভাবে আমাদের দেশে যত অন্যায়-অনাচার হয়েছে আমাদের হাত ধরে— নতুন বছর সামনে রেখে শপথ নিই, আজ থেকে আর আমাদের মায়ের সবুজ শাড়িটিকে কালো করব না। স্বাধীনতার লাল সূর্যকে আর ধূসর করব না। আল্লাহ আমাদের তাওফিক দান করুন।

লেখক : বিশিষ্ট মুফাসসিরে কোরআন ও গণমাধ্যম ব্যক্তিত্ব।

www.selimazadi.com

 


আপনার মন্তব্য