আজকের বিষয়ের সঙ্গে প্রতীকী ছোট একটা গল্প দিয়ে লেখাটি শুরু করতে চাই। গত শতকের ষাটের দশকের কথা। আমরা তখন মাধ্যমিকে পড়ি। ওই সময়ে গ্রামাঞ্চলে রাস্তাঘাট, আলো-বিদ্যুৎ, টেলিফোন, কিছুই ছিল না। মানুষ এক বাড়ি থেকে আরেক বাড়ি বা এক গ্রাম থেকে অন্য গ্রামে চলাচলের জন্য পায়ে হাঁটতে হাঁটতে যে পথ তৈরি হয়ে যেত, সেটাই হতো সবার চলার অবলম্বন। সন্ধ্যার পরে কুপি-হারিকেন জ্বলত ঘরে ঘরে। তবে কেরোসিনের…