শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

শূন্য পদে পদোন্নতি

বিচারক সংকট অবসানে প্রশংসনীয় সিদ্ধান্ত

দেশের বিচারব্যবস্থাকে গতিশীল করতে অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার ১২৮ জন বিচারককে জেলা জজ হিসেবে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান বিচারপতির সভাপতিত্বে অনুষ্ঠিত হাই কোর্টের বিচারপতিদের নিয়ে গঠিত ফুল কোর্ট সভায় এ বিষয়টির অনুমোদন দেওয়া হয়। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ সভায় বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষায় সংশ্লিষ্ট সবার সহযোগিতাও চেয়েছেন। বিচারপতিদের সময়মতো এজলাসে ওঠা এবং সতর্কতার সঙ্গে বিচার সম্পন্ন করার আহ্বানও জানিয়েছেন তিনি। স্মর্তব্য, বিচার সংকট মোচনে আইন মন্ত্রণালয় জেলা জজের শূন্য পদ পূরণে অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার বিচারকদের পদোন্নতির একটি প্রস্তাব সুপ্রিম কোর্টে পাঠায়। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন কমিটিও নিম্ন আদালতের বিচারকদের পদোন্নতির প্রস্তাবগুলো যাচাই-বাছাই করে তা ফুল কোর্টে পাঠিয়ে দেয়। পদোন্নতিসংক্রান্ত অনুমোদন ফুল কোর্ট থেকে আবারও আইন মন্ত্রণালয়ে যাবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে। বাংলাদেশের বিচার বিভাগ এখন পরিপূর্ণভাবে স্বাধীন। দেশবাসীর সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে বিচার বিভাগের স্বাধীনতা নিঃসন্দেহে বড় ধরনের সুযোগ এনে দিয়েছে। তবে এ সুযোগ সদ্ব্যবহারের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করছে বিচারক স্বল্পতার ঘটনা। নিম্ন আদালত থেকে আপিল বিভাগ পর্যন্ত সর্বত্র বিরাজ করছে বিচারক স্বল্পতার সংকট। এর ফলে সদিচ্ছা থাকা সত্ত্বেও বিচার বিভাগের পক্ষে মামলাজট কমিয়ে আনা সম্ভব হচ্ছে না। বিলম্বিত বিচার বিচারপ্রার্থীদের বিচার প্রাপ্তির প্রত্যাশা পূরণে বাধা সৃষ্টি করছে। আশা করা হচ্ছে বিচারক সংকট দূর করার ক্ষেত্রে প্রধান বিচারপতির তৎপর ভূমিকা এ ক্ষেত্রের সংকট দূরীকরণে ভূমিকা রাখবে। বিচার দ্রুত সম্পন্ন করা সম্ভব হলে বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা বাড়বে। অপরাধীরা শাস্তির ভয়ে অপরাধ সংঘটনে ভয় পাবে। বর্তমানে সারা দেশে ৫৩টি জেলা জজের পদ শূন্য রয়েছে।  অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ পদে পদোন্নতি দেওয়ার ফলে শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগ দেওয়া সম্ভব হবে। এর ফলে সংশ্লিষ্ট আদালতগুলোতে মামলা দ্রুত নিষ্পত্তির সুযোগ সৃষ্টি হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর