মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

নিষেধাজ্ঞা প্রত্যাহার

বিমানবন্দরের নিরাপত্তায় শিথিলতা কাম্য নয়

ঢাকা-লন্ডন রুটে দুই বছর আগে যুক্তরাজ্যের আরোপিত কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা গত রবিবার প্রত্যাহার করা হয়েছে। নিরাপত্তাসংক্রান্ত কারণ দেখিয়ে ২০১৬ সালের মার্চে যুক্তরাজ্য এ নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে সে দেশে বাংলাদেশের রপ্তানি কিছুটা হলেও প্রতিকূল অবস্থার মুখে পড়ে। সবচেয়ে বড় কথা বাংলাদেশের বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে যুক্তরাজ্যের সংশয় দেশের সুনামের জন্যও বিড়ম্বনা সৃষ্টি করে। গত রবিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক। এ সময় উপস্থিত বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহানের কাছে তিনি নিষেধাজ্ঞা প্রত্যাহারের নথি তুলে দেন। স্মর্তব্য, যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আগে বাংলাদেশ থেকে সরাসরি পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করে অস্ট্রেলিয়া। এ দুই নিষেধাজ্ঞা বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য বাড়তি ঝামেলা সৃষ্টি করে। ব্রিটেন ও অস্ট্রেলিয়ায় পণ্য রপ্তানির ক্ষেত্রে তৃতীয় কোনো দেশে সেই পণ্য পরীক্ষা করে তারপরই তা যাওয়ার অনুমতি মিলত। যুক্তরাজ্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ায় আশা করা হচ্ছে অস্ট্রেলিয়াও একই পথ বেছে নেবে। যুক্তরাজ্য ঢাকা-লন্ডন রুটে কার্গো পরিবহনে নিষেধাজ্ঞার পাশাপাশি নিরাপত্তাব্যবস্থার উন্নয়নেও বাংলাদেশকে কিছু সুনির্দিষ্ট পরামর্শ দেয়। যার ভিত্তিতে বাংলাদেশ একটি ব্রিটিশ কোম্পানিকে বিমানবন্দরের নিরাপত্তা দেখভালের দায়িত্ব দেয়। আশা করা হচ্ছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে যুক্তরাজ্যে বাংলাদেশি পণ্য রপ্তানিতে সুবিধা হবে। রপ্তানিকারকদের অর্থ ও সময় খরচ কিছুটা হলেও বাঁচবে। সবচেয়ে বড় কথা, এর ফলে বাংলাদেশের বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে বাইরের দুনিয়ায় যে সংশয় সৃষ্টি হয়েছিল তা কাটিয়ে ওঠা সম্ভব হবে। আমরা আশা করব, নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই সিদ্ধান্ত বিমানবন্দর কর্তৃপক্ষকে দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করবে। যেমন ইচ্ছা তেমন চলার বদনামের কারণেই যুক্তরাজ্যে সরাসরি কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। ভবিষ্যতে এ ধরনের খড়গের নিচে পড়ার দুর্ভোগ যাতে না আসে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা ত্রুটিমুক্ত করতে তীক্ষ নজর রাখা হবে এমনটিও প্রত্যাশিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর