শিরোনাম
বুধবার, ৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

প্রশ্ন ফাঁস ছাড়াই পরীক্ষা!

কোচিং বন্ধেও কঠোর হতে হবে

প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে দেরিতে হলেও কড়া অবস্থান গ্রহণ করেছে সরকার এবং তার সুফল হিসেবে এইচএসসির প্রথম দিনের পরীক্ষা কোনো অভিযোগ ছাড়াই শেষ হয়েছে। প্রশ্ন ফাঁস ঠেকাতে চলতি এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের একাধিক সেটে প্রণয়ন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ফাঁস ঠেকাতে পুলিশের সাইবার ক্রাইম বিভাগ শুরু করেছে সাইবার টহল। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে প্রশ্নের সেটকোড নির্ধারণ করা হচ্ছে। শিক্ষামন্ত্রীর দাবি, এইচএসসি ও সমমানের পরীক্ষা নকলমুক্ত ও প্রশ্ন ফাঁসমুক্ত করতে ‘মানুষের পক্ষে’ যা যা করা সম্ভব, তার সবই করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে এবার কঠোর অবস্থানে। প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করলেন র‌্যাব মহাপরিচালক। বলেছেন, প্রশ্নসন্ত্রাসীদের নিশ্চিহ্ন করা হবে। এইচএসসি পরীক্ষার প্রশ্ন আসল কিংবা নকল, যার কাছেই পাওয়া যাবে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। র‌্যাব সদস্যরা ক্রেতার বেশে দেশের বিভিন্ন এলাকায় ওত পেতে আছেন। র‌্যাব গত কয়েক দিনে আটজনকে পাকড়াও করেছে। যারা বিভিন্নভাবে প্রশ্নপত্র ফাঁসের প্রক্রিয়ায় জড়িত ছিলেন। এর মধ্যে সাতজনকে গ্রেফতার দেখানো হয়েছে। একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। র‌্যাবপ্রধানের মতে, যারা প্রশ্নপত্র ফাঁস কিংবা এ ধরনের কাজ করে টাকা হাতিয়ে নিচ্ছে, তারাও এক ধরনের সন্ত্রাসী। এই প্রশ্নসন্ত্রাসীদের জঙ্গিদের মতো নিশ্চিহ্ন করা হবে। যাদের গ্রেফতার করা হয়েছে তারা প্রশ্নপত্র এনে দেবে বলে টাকা আদায় করছিল। আটক সাতজনের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে দেরিতে হলেও সরকারের কড়া অবস্থান নিঃসন্দেহে স্বস্তিদায়ক ঘটনা। আমরা আশা করব প্রশ্ন ফাঁসের সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের শিকড় উৎপাটনে প্রশাসন সাধ্যের সবকিছুই করবে। প্রশ্ন ফাঁস শুধু নয়, শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টির সব উপাদানের অপসারণেও সরকার ব্যবস্থা নেবে এমনটিও কাঙ্ক্ষিত। প্রশ্ন ফাঁসের সঙ্গে কোনোভাবে জড়িত না হওয়া সত্ত্বেও শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রী এবং সরকার বিব্রত অবস্থায় রয়েছে। এ পাপের সঙ্গে তারা জড়িত না থাকলেও তাদের গাফিলতিতে যে প্রশ্ন ফাঁসের দৈত্যরা থাবা বিস্তার করতে পেরেছে তা এক মহাসত্যি। প্রশ্ন ফাঁসের পেছনে রয়েছে শিক্ষাব্যবস্থায় অনিয়মকে প্রশ্রয় দেওয়ার ভ্রান্তি। কোচিংসহ এ খাতে যেসব অনিয়ম রয়েছে তার উৎপাটনেও সরকারকে কঠোর হতে হবে।

সর্বশেষ খবর