পয়লা মে শ্রমজীবী মানুষের জন্য এক মহান দিন। এই মহান দিনে শ্রমজীবী সবাইকে আন্তরিক শ্রদ্ধা ও সালাম জানাই। দেখতে দেখতে এসে গেল মাহে রমজান। মুসলমানের কাছে সব থেকে পবিত্র হিজরি মাস। শবেবরাত বুঝিয়ে দেয় রমজানের আগমনী বার্তা। একজন মুসলমানের কাছে রমজান বহু আরাধ্য, কাঙ্ক্ষিত মাস। কত আশা নিয়ে কত মুসলমান অপেক্ষায় থাকে রমজানের জন্য। রমজান আমাদের সবার জন্য মঙ্গলময় হোক, এ প্রত্যাশা করি।…