শনিবার, ২ জুন, ২০১৮ ০০:০০ টা

জলজট যানজট

এ দুরবস্থার অবসান হোক

বৃষ্টি হলেই রাজধানী পরিণত হয় জলজট ও যানজটের নগরীতে। রোজার মাসে যানজটের প্রকোপ থাকে বাকি ১১ মাসের চেয়ে বেশি। গত বৃহস্পতিবার টানা বৃষ্টিপাতে প্রায় দুই কোটি মানুষের আবাসস্থল ঢাকা মহানগরী জলজট ও যানজটে অচল নগরীতে পরিণত হয়। ভোর ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর কোনো কোনো অংশে নৌকা, রিকশা, বাসসহ অন্যান্য যানবাহনকে পাশাপাশি চলতে দেখা গেছে। টানা কয়েক দিনের ভ্যাপসা গরমের পর বৃহস্পতিবার সকালে রাজধানীতে ঝরে স্বস্তির বৃষ্টি। কিন্তু টানা বৃষ্টির কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক, ফ্লাইওভার ও পয়েন্টগুলো পানিতে তলিয়ে যায়। সড়কজুড়ে বৃষ্টির পানি জমে তৈরি হয় জলাবদ্ধতা। হঠাৎ বৃষ্টিতে গণপরিবহনে তৈরি হয় সংকট। যাত্রীদের গন্তব্যে যেতে দীর্ঘ সময় সড়কে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল বৃদ্ধি পেলেও জলাবদ্ধতার জন্য ধীরগতিতে যান চলাচল করায় অচলাবস্থার সৃষ্টি হয়। এ সময় চরম দুর্ভোগে পড়েন কর্মস্থলে যাওয়া যাত্রী, শিক্ষার্থী ও পেশাজীবী মানুষ। বৃষ্টি ও যানজটের কারণে স্বাভাবিক জীবনযাত্রা থমকে যায়। বিশেষ করে রাজধানীর পল্টন, মিরপুর ও কাকরাইলের সড়কগুলোয় পানি জমে তৈরি হয় জলাবদ্ধতা। এতে এসব সড়কের অধিকাংশই পানির নিচে তলিয়ে যায়। তলিয়ে যাওয়া এ সড়ক দিয়ে চলাচলকারী যানগুলোকে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে পানি মাড়িয়ে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায়। পানির নিচে তলিয়ে যায় প্রাইভেট কার, মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার অর্ধেক। এতে সাইলেন্সার ও ইঞ্জিনে পানি ঢুকে অনেক গাড়িই বিকল হয়ে পড়ে। নগরীর মিরপুর, শ্যামলী, পল্লবী, তালতলা, মোহাম্মদপুর, কাজীপাড়া, শেরেবাংলানগর ও আগারগাঁওয়ের সড়কগুলো খাল অথবা ছোটখাটো নদীর চেহারা ধারণ করে। বৃষ্টির পানি অপসারণের জন্য পর্যাপ্ত নালা-নর্দমা বা ড্রেনেজব্যবস্থা না থাকায় রাজধানীতে দু-তিন ঘণ্টা বৃষ্টি হলেই জলাবদ্ধতা অনিবার্য হয়ে উঠছে। জলাবদ্ধতার সঙ্গে যানজটের মিশ্রণ নগর জীবনকে অচলাবস্থায় ফেলছে। এ অচলাবস্থার অবসানে রাজধানীর ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার করা, পানি অপসারণের খাল ও জলাশয়গুলোকে অপদখলমুক্ত করা জরুরি। এ ব্যাপারে দায়িত্বশীল কর্তৃপক্ষ, সরকার, সিটি করপোরেশন ও ওয়াসার পক্ষ থেকে প্রতিশ্রুতির অভাব না থাকলেও বাস্তবায়নের উদ্যোগ নেই। এ বৈপরীত্য রাজধানীর জলাবদ্ধতা সমস্যাকে জিইয়ে রাখছে; যার অবসান হওয়া দরকার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর