রবিবার, ১০ জুন, ২০১৮ ০০:০০ টা
ইতিহাস

চতুর্থ মুরাদ

১৬২৩ খ্রিস্টাব্দে বারো বছর বয়সে চতুর্থ মুরাদ ক্ষমতালাভ করেন। অপরিণত বয়সের কারণে তিনি তার মাতা সুলতানা ভালিদের তত্ত্বাবধানে রাজত্ব পরিচালনা শুরু করেন। কিন্তু বয়ঃপ্রাপ্ত হয়ে তিনি স্বহস্তে সব ক্ষমতা গ্রহণ করেন। তিনি যুদ্ধাভিযান ও প্রশাসনকার্যে বিশেষ কৃতিত্ব প্রদর্শন করেন। তিনি অটমানদের হৃতরাজ্য পুনরুদ্ধারের জন্য স্বয়ং পারস্যে যুদ্ধযাত্রা করেন এবং পারস্যের কাছ থেকে বাগদাদ ও বসরা পুনরুদ্ধার করেন। আঠারো বছর রাজত্ব করে তিনি মৃত্যুবরণ করেন। তার উত্তরাধিকারী ছিলেন তার ভাই প্রথম ইব্রাহিম। ইব্রাহিম ইন্দ্রিয়পরায়ণ ও অযোগ্য শাসক ছিলেন। ফলে তার উজির কারা মোস্তফা ক্ষমতা হস্তগত করেন। ক্ষমতালিপ্সার জন্য কারা মোস্তফার বিরুদ্ধে গণবিক্ষোভ ও বিদ্রোহ শুরু হয় এবং তিনি নিহত হন। আট বছর রাজত্বের পর ১৬৪৮ খ্রিস্টাব্দে বিদ্রোহীদের হাতে প্রথম ইব্রাহিম নিহত হন এবং তার স্থলে তার পুত্র চতুর্থ মুহম্মদ ক্ষমতার অধিকারী হলেন। তুরস্কের ইতিহাসের শেষভাগে ১৫৬৬ খ্রিস্টাব্দে সোলায়মানের মৃত্যুর পর থেকে ১৫৭৮ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রধানমন্ত্রী সুকোল্লী সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন এবং তার মৃত্যুর পর থেকে ১৬৫৬ খ্রিস্টাব্দ পর্যন্ত হেরেমের মহিলারা রাজকার্যে বিশেষ প্রভাব বিস্তার করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর