সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

শাহজালালের থার্ড টার্মিনাল

দেশের জন্য সুফল বয়ে আনুক

শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ প্রক্রিয়া অবশেষে শুরু হয়েছে। থার্ড টার্মিনাল নির্মিত হলে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী ও কার্গো হ্যান্ডলিং ক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। স্মর্তব্য, শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে সরকার তৃতীয় টার্মিনাল ভবনসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে ২০১৭ সালের ১১ জুন প্রকল্পের পরামর্শক হিসেবে চারটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ (বেবিচক)। আশা করা হয়েছিল এ বছরের এপ্রিলে থার্ড টার্মিনালের নির্মাণকাজ শুরু হবে। ২০১৯ সালের ডিসেম্বরে প্রকল্পের সফট ওপেনিং এবং ২০২১ সালের এপ্রিলে এর নির্মাণকাজ শেষ হবে। কিন্তু থার্ড টার্মিনাল নির্মাণ প্রকল্পের স্থানে বিভিন্ন প্রতিষ্ঠানের স্থাপনা থাকায় তারা নিজেদের উচ্ছেদ ঠেকাতে মামলার আশ্রয় নেয়। মামলার কারণে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরুতেই স্তব্ধ হয়ে পড়ে। মামলার নিষ্পত্তি হওয়ায় বেবিচক গত সপ্তাহে এ প্রকল্পের জন্য দরপত্র আহ্বান করেছে। দরপত্রের কাজ সম্পন্ন করার পর প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে। বর্তমান সরকারের মেয়াদে অবশ্য এ প্রকল্পের নির্মাণ কাজ শুরু হওয়ার কোনো সুযোগ নেই। থার্ড টার্মিনাল নির্মিত হলে শাহজালালের যাত্রী ও কার্গো হ্যান্ডলিং ক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এর ফলে এ বিমানবন্দর দিয়ে বছরে দুই কোটি যাত্রী যাতায়াত করতে পারবে। কার্গো হ্যান্ডলিংয়ের ক্ষমতা ৫ লাখ টনে উন্নীত হবে। শাহজালাল বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে তৃতীয় টার্মিনাল ভবনসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ প্রকল্পে সম্ভাব্য ব্যয় ধরা হয় ১৩ হাজার ৬১০ কোটি ৪৬ লাখ ৮৫ হাজার টাকা। এ প্রকল্পে অর্থায়ন করছে জাইকা। থার্ড টার্মিনাল ভবনের আয়তন হবে ২ লাখ ২৬ হাজার বর্গমিটার। এ টার্মিনাল ভবন তৈরি করতে গিয়ে নতুন করে নির্মাণ করতে হবে কার্গো ভিলেজ। তার আয়তন হবে ৪১ হাজার ২০০ বর্গমিটার। ভাঙতে হবে ভিভিআইপি কমপ্লে­ক্স। নতুন কমপ্লে­ক্সের আয়তন হবে ৫ হাজার ৯০০ বর্গমিটার। পার্কিং অ্যাপ্রোন রাখা হয়েছে ৪ লাখ ৯৮ হাজার ৫০০ বর্গমিটার। থার্ড টার্মিনাল নির্মাণ দেশের প্রধান বিমানবন্দরের যাত্রী ও কার্গো হ্যান্ডলিং ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনীতির জন্য সুফল বয়ে আনবে এমনটি প্রত্যাশিত।

সর্বশেষ খবর