বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

মাদক দমন ট্রাইব্যুনাল

মামলা দ্রুত নিষ্পত্তিতে অবদান রাখবে

মাদকের বিরুদ্ধে জোরালো লড়াই চালাতে এ-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এ উদ্দেশ্যে সারা দেশে মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল স্থাপনের কথা ভাবা হচ্ছে। মাদক নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী এ ধরনের ট্রাইব্যুনাল গঠনের সুযোগ রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের হিসাব অনুযায়ী সারা দেশে মাদকসংক্রান্ত বিচারাধীন মামলার সংখ্যা ৩ লাখ ১৬ হাজার ২৭টি। গত এক বছরেই ১ লাখের বেশি মামলা হয়েছে। মামলাজটের কারণে এ-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব হচ্ছে না। মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন হলে এ-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে। স্মর্তব্য, নতুন আইনে মাদকসংক্রান্ত মামলার বিচার দ্রুত সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। আইনের ৩১ ধারা অনুয়ায়ী মাদকদ্রব্যসহ আসামি ধরা হলে আদালতে সোপর্দ করার ৩০ কর্মদিবসের মধ্যে এবং আসামি ধরা না পড়লে ৬০ কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। তদন্ত কর্মকর্তা এতে ব্যর্থ হলে কারণ উল্লেখ করে পরবর্তী ১৫ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে হবে। এজন্য ঊর্ধ্বতন কর্তৃপ ও আদালতকে লিখিতভাবে বিলম্বের কারণ অবহিত করার বিধান রয়েছে। নতুন আইনের ৫১ ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট আদালত থেকে মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা পাওয়ার ৯০ কর্মদিবসের মধ্যে বিচার শেষ করতে হবে। তা সম্ভব না হলে আদালত পরবর্তী ৩০ দিনের মধ্যে কারণ উল্লেখসহ বিচারকাজ শেষ করবে। এ ব্যাপারে সুপ্রিম কোর্টকে লিখিতভাবে জানাতে হবে এবং এর অনুলিপি সরকারকে পাঠাতে হবে। এ ক্ষেত্রে আরও ১৫ দিন সময় বাড়াতে পারবে ট্রাইব্যুনাল। নতুন আইনে মাদক ব্যবসায়ীদের শক্তভাবে ধরার বিধান রাখা হলেও মামলাজটের কারণে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করা হলে বিচারসংক্রান্ত দীর্ঘসূত্রতার অবসান ঘটবে। অপরাধীদের শাস্তি নিশ্চিত হলে তা মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের মনে ভয় ঢোকাতে সক্ষম হবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতেও দ্রুত বিচার অবদান রাখবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর