শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

দুই খুনিকে ফিরিয়ে আনুন

যুদ্ধাপরাধীদের সাজা নিশ্চিত করুন

বুদ্ধিজীবী হত্যার সঙ্গে সরাসরি জড়িত আলবদর বাহিনীর দুই জল্লাদ চৌধুরী মঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানকে দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা। পাকিস্তানি দখলদার বাহিনীর ঘৃণিত এ দুই দালাল একাত্তরে বুদ্ধিজীবী হত্যায় বেপরোয়া ভূমিকা পালন করেন। বুদ্ধিজীবীদের ধরিয়ে দেওয়া, বধ্যভূমিতে নিয়ে হত্যা করাই শুধু নয়, তাদের লাশ ক্ষতবিক্ষত করেও প্রহিতিংসা পূরণ করেন এ দুই নরপিশাচ। মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ দুই খুনির ফাঁসি কার্যকরের রায় দিলেও তা কার্যকর হয়নি তারা পলাতক থাকায়। ঘৃণ্য এ দুই নরপশু স্বাধীনতার পরপরই নিজেদের অপরাধের সাজা থেকে রক্ষা পেতে দেশ ছেড়ে পালিয়ে যান। বিদেশের মাটিতে বসে তারা বাংলাদেশবিরোধী তৎপরতা শুরু করেন। বাংলাদেশকে আবার পূর্ব পাকিস্তান বানাতে জামায়াতে ইসলামীর অন্যান্য পলাতক সদস্যের সঙ্গে মিলিত হয়ে ষড়যন্ত্রমূলক তৎপরতা চালান। সরকারের পক্ষ থেকে আদালতের রায় তামিল করার উদ্দেশ্যে তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চললেও তা এখনো সফল হয়নি। এবারের শহীদ বুদ্ধিজীবী দিবসে স্বভাবতই হতাশায় ভুগছেন শহীদ বুদ্ধিজীবীদের স্বজনরা। তাদের দাবি, পলাতক এ দুই খুনিকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আরও উদ্যোগী হতে হবে। পাশাপাশি যে সংগঠনটি বুদ্ধিজীবী হত্যায়  মুখ্য ভূমিকা পালন করেছে নিষিদ্ধ করতে হবে তাদের রাজনীতি। শহীদ বুদ্ধিজীবীদের স্বজনদের দাবি খুবই যৌক্তিক বলেই আমরা মনে করি। যারা দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে বাঙালি জাতিকে মেধাহীন জাতিতে পরিণত করার ষড়যন্ত্র এঁটেছিল তাদের অপরাধ খাটো করে দেখার অবকাশ নেই। শহীদ বুদ্ধিজীবীসহ মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে হলে তাদের হত্যাকারীদের প্রাপ্য সাজা যেমন নিশ্চিত করতে হবে তেমন অপরাধের হোতা সংশ্লিষ্ট দলগুলোকেও নিষিদ্ধ করতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর