বুধবার, ২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রসুল (সা.)-এর কিছু মূল্যবান নসিহত

মুহাম্মদ ওমর ফারুক

রসুল (সা.)-এর কিছু মূল্যবান নসিহত

রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর অনুসারীদের দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য সদাসর্বদা উপদেশ দিতেন। তাঁর উপদেশগুলো আমাদের সবার জন্যই অনুকরণীয় ও অনুসরণীয় হওয়া উচিত। আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে এ কয়েকটি বিধান আমার কাছ থেকে গ্রহণ করবে এবং তদনুযায়ী আমল করবে বা এরূপ লোককে শিখিয়ে দেবে যে তদনুরূপ আমল করে? আমি বললাম, ইয়া রসুলুল্লাহ! আমি গ্রহণ করব। অতঃপর তিনি আমার হাত ধরে পাঁচটি সংখ্যা গণনা করালেন। তিনি বললেন, ১. আল্লাহতায়ালা যা কিছু নিষিদ্ধ করেছেন তা থেকে বিরত থাকো। এতে তুমি উত্তম ইবাদাতকারী হবে। ২. আল্লাহ তোমার নসিবে যা কিছু বণ্টন করে দিয়েছেন, তাতেই খুশি থাকবে। এতে তুমি সর্বাপেক্ষা বড় ধনী হবে। ৩. তোমার প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করবে, এতে তুমি পূর্ণ ইমানদার হবে। ৪. নিজের জন্য যা পছন্দ কর, মানুষের জন্যও তা পছন্দ করবে। এতে তুমি প্রকৃত মুসলমান হবে। ৫. বেশি হাসবে না। কেননা বেশি হাসলে অন্তর মরে যায়। মুসনাদে আহমদ, তিরমিজি।  আমর ইবনে মায়মুন (রা.) থেকে বর্ণিত। তিনি বলেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে উপদেশস্বরূপ বললেন, পাঁচটি বস্তু আসার আগে পাঁচটি কাজ করাকে বড় নিয়ামত মনে করবে। যেমন ১. বার্ধক্য আসার আগে যৌবনের ২. রোগাক্রান্ত হওয়ার আগে স্বাস্থ্যের ৩. দারিদ্য আসার আগে সচ্ছলতার, ৪. ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়ের এবং ৫. মৃত্যু আসার আগে জীবনের। (তিরমিজি)। ইবনে মাসউদ (রা) রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি ইরশাদ করেছেন, কিয়ামত দিবসে মানুষের দুই পা এতটুকু বাড়তে পারবে না, যে পর্যন্ত না তার কাছ থেকে পাঁচটি বিষয়ের জবাব চাওয়া হবে। যেমন ১. তার বয়স সম্পর্কে সে তার বয়স কী কাজে ব্যয় করেছে? ২. তার যৌবন সম্পর্কে- সে তার যৌবন কী কাজে লাগিয়েছে? ৩. তার ধন-সম্পদ সম্পর্কে- সে তার ধন-সম্পদ কীভাবে কোথা থেকে অর্জন করেছে? ৪. তার ধন-সম্পদ সম্পর্কে- সে তার ধন-সম্পদ কোথায় কীভাবে ব্যয় করেছে? ৫. এবং সে ইলম সম্পর্কে, যে ইলম সে হাসিল করেছিল তদনুযায়ী কী আমল করেছে? তিরমিজি। হজরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়া মুমিনদের জন্য কারাগার এবং কাফিরদের জন্য স্বর্গভূমি। মুসলিম। আল্লাহ আমাদের সবাইকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত পালনের তাওফিক দান করুন।

লেখক : ইসলামবিষয়ক গবেষক

সর্বশেষ খবর