শুক্রবার, ১৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মেয়র উপনির্বাচন

ঢাকা উত্তর সিটির দুর্ভোগ কেটে যাক

ঢাকা উত্তর সিটি করপোরেশনকে আর মেয়রহীন অবস্থায় থাকতে হবে না। মেয়র পদের উপনির্বাচনের ওপর হাই কোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় আগামী তিন মাসের মধ্যে মেয়র পদের উপনির্বাচন হবে বলে ব্যাপকভাবে আশা করা হচ্ছে। ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার আভাস দিয়েছেন উপজেলা নির্বাচনের মাঝেই ঢাকা উত্তরের মেয়র নির্বাচন সম্পন্ন করা হবে। ঢাকা উত্তর সিটির জননন্দিত মেয়র আনিসুল হকের অকালমৃত্যুতে নতুন মেয়র নির্বাচনের শিডিউল ঘোষণা করে নির্বাচন কমিশন। কিন্তু গত বছরের ১৬ জানুয়ারি নির্বাচন স্থগিত চেয়ে হাই কোর্টে রিট দায়ের করেন ঢাকা উত্তর সিটিতে নতুন ওয়ার্ড হিসেবে যুক্ত হওয়া ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ও বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। নতুন ওয়ার্ডের সীমানা নির্ধারণ না হওয়ায় তারা এ নির্বাচন স্থগিত চেয়ে রিট করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার সচিব, উত্তর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়রকে বিবাদী করা হয়। রিটের শুনানি নিয়ে উপনির্বাচনের ওপর স্থগিতাদেশ দেয় হাই কোর্ট। বুধবার বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ মেয়র পদের উপনির্বাচন  ও সম্প্রসারিত অংশের কাউন্সিলর নির্বাচনের ওপর দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে রুল খারিজ করেন। এ আদেশের ফলে ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। ঢাকা উত্তর সিটির মেয়র পদের উপনির্বাচনের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহারের ঘটনা নিঃসন্দেহে একটি সুখবর। মেয়র আনিসুল হক ঢাকা উত্তর সিটিকে বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন। তার মৃত্যুতে সে ইতিবাচক উদ্যোগগুলো গতি হারায়। আমরা আশা করব নির্বাচনের মাধ্যমে যিনি ঢাকা উত্তর সিটির নগরপিতা হবেন তিনি প্রয়াত মেয়রের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন। ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করাকে তিনি তার লক্ষ্য হিসেবে নেবেন- এমনটিই সবার প্রত্যাশা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর