সোমবার, ২৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

নারীরা যেভাবে পুরুষের সমান সওয়াব অর্জন করতে পারে

মুফতি আইনুল ইসলাম কান্ধলবী

নারীরা যেভাবে পুরুষের সমান সওয়াব অর্জন করতে পারে

একবার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে জনৈক মহিলা সাহাবি এসে আরজ করলেন, ইয়া রসুলুল্লাহ! আমি মহিলাদের পক্ষ থেকে মুখপাত্র হয়ে এসেছি। আমরা আপনার কাছে একটা বিষয়ে জানতে চাই। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে বল। ওই মহিলা সাহাবি বললেন, পুরুষরা তো আমাদের চেয়েও অনেক বেশি নেকি অর্জন করে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন,  কীভাবে? সাহাবিরা বললেন, পুরুষরা মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করে। আপনার সঙ্গে জিহাদে যায়, জানাজায় শরিক হয়। এভাবে তারা অনেক অনেক সওয়াবের অধিকারী হয়। কিন্তু আমরা তো এসব নেক কাজ করতে পারি না। পুরুষরা তো এসব আমল করে আমাদের চেয়ে অগ্রগামী হচ্ছে। বেশি লাভবান হচ্ছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি খুব সুন্দর বিষয়ে জানতে চেয়েছ। এরপর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে নারী নিজ গৃহে নামাজ পড়ল, সে মসজিদে গিয়ে নামাজ আদায়কারী পুরুষের সমান সওয়াব পাবে। এরপর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেসব মহিলা বাচ্চাদের জন্য রাত জাগে (বাচ্চাদের দুধ পান করানোর জন্য, প্রস্রাব-পায়খানা পরিষ্কার করার জন্য) তারা সেসব মুজাহিদের মতো সওয়াব পাবে, যারা রাত জেগে সীমান্ত পাহারা দেয়। দেখুন, আল্লাহতায়ালা নারীদের জন্য পুণ্যার্জন কত সহজ করে দিয়েছেন এ হাদিসটি তারই প্রমাণ। তারা নিজ ঘরে নামাজ আদায় করলে মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায়ের সওয়াব পাবে। বাচ্চাদের লালন-পালনের জন্য রাত জাগলে রাত জেগে সীমান্ত পাহারা দেওয়া মুজাহিদদের মতো সওয়াব পাবে। আল্লাহতায়ালা মহিলাদের জন্য সওয়াব অর্জন কত সহজ করে দিয়েছেন। বিভিন্ন হাদিসে বর্ণিত আছে, কোনো মহিলা তার পিতৃলয়ে বা স্বামীর সংসারের এলোমেলো কোনো বস্তু ঠিক করে রাখলে, আল্লাহতায়ালা এ জন্যও তাকে একটি করে নেকি দেন। একটি করে গুনাহ মাফ করে দেন এবং জান্নাতে একটি স্তর করে মর্যাদা বাড়িয়ে দেন। ভাবুন, মহিলারা প্রতিদিন কত নেকি কামাই করে! কত গুনাহ তাদের মাফ হয়! তারা তো সব সময় সংসারের কাজই করে। কখনো ঘর পরিষ্কার করছে, কখনো রান্নাঘর সামলাচ্ছে, কখনো কাপড় পরিষ্কার করছে, কখনো বা কাপড় গুছিয়ে রাখছে। তারা সব সময়ই সংসারের কাজে ব্যস্ত। এর অর্থ তারা প্রতিমহূর্তে একটি করে নেকি লাভ করছে। একটি গুনাহ থেকে পরিত্রাণ পাচ্ছে এবং জান্নাতে প্রতি মুহূর্তে তাদের মর্যাদা ও সম্মান বৃদ্ধি পাচ্ছে। সুবহানাল্লাহ! কিন্তু অনেক মহিলাই বিষয়টি জানে না। হে আল্লাহ তুমি আমাদের সবার অন্তরে নেক কাজ করার আগ্রহ দান করে সব শ্রেণির মা-বোনদের আমল করার তওফিক দান কর, পরহেজগারি জিন্দেগি নসিব করুন।  আমিন।

লেখক : যুগ্ম মহাসচিব, জাতীয় ওয়ায়েজীন পরিষদ বাংলাদেশ।

সর্বশেষ খবর