মঙ্গলবার, ২৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

প্রাথমিকের বেহাল চিত্র

দুদকের নজরদারি জোরদার হোক

দেশের প্রাথমিক বিদ্যালয়ের হাল হকিকতের একটি সাধারণ চিত্র ধরা পড়েছে চট্টগ্রাম মহানগরীর কয়েকটি বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদের আকস্মিক পরিদর্শনকালে। নগরীর কাট্টলী নুরুল হক চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে তিনি দেখতে পান আট শিক্ষকের মধ্যে সাতজনই অনুপস্থিত। চট্টগ্রাম নগরীর অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের গরহাজিরের অভিযোগ পেয়ে রবিবার সকালে কাট্টলী নুরুল হক চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দুদক চেয়ারম্যান ছাত্রছাত্রী ও অভিভাবকদের বিদ্যালয়ের বাইরে দেখে বিস্মিত হন। এরপর তিনি বিদ্যালয়ে ঢুকে দেখেন আটজন শিক্ষকের মধ্যে একমাত্র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাড়া বাকি সাতজনই অনুপস্থিত। অভিভাবকরা দুদক চেয়ারম্যানকে কাছে পেয়ে তাদের সন্তানদের শিক্ষা নিয়ে হতাশা ব্যক্ত করেন। দুদক চেয়ারম্যান অভিভাবকদের আশ্বস্ত করে বলেন, আমাদের সন্তানদের শিক্ষা নিয়ে কাউকেই ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। যে কোনো মূল্যে শ্রেণিকক্ষে শিক্ষা নিশ্চিত করা হবে। প্রয়োজনে দুদক দ-বিধির ১৬৬ ধারা প্রয়োগ করা হবে। ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতিসাধন করছে এমন কাউকেই ছাড় দেওয়া হবে না। এরপর আরও কিছু শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন দুদক চেয়ারম্যান। কাট্টলী বিদ্যালয়ের মতো না হলেও এর প্রতিটিতেই ধরা পড়েছে অনিয়মের ঘটনা। দেশের স্বাধীকার সংগ্রামের সময় বঙ্গবন্ধু প্রতিশ্রুতি দিয়েছিলেন তার দল কখনো ক্ষমতায় গেলে প্রাথমিক শিক্ষকদের চাকরি সরকারিকরণ করা হবে। স্বাধীনতার পর চরম দৈন্যের মধ্যেও সে প্রতিশ্রুতি পূরণ করা হয়। যার পরিণতিতে প্রাথমিক শিক্ষকদের বেতন বেড়েছে এযাবৎ ৫০০ গুণেরও বেশি। কিন্তু শিক্ষার মান এতটাই অবনতি ঘটেছে যে নিতান্ত দরিদ্র না হলে কেউ তাদের সন্তানদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠান না। বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকরা গড়ে এক-চতুর্থাংশ বেতন পেলেও সেখানে ফাঁকিবাজির ঘটনা প্রশ্রয় পায় না বললেই চলে। চট্টগ্রাম মহানগরীতে প্রশাসনের নাকের ডগায় যদি শিক্ষক নামধারীদের যথেচ্ছতা চলতে পারে তবে প্রত্যন্ত অঞ্চলে কী ঘটে তা সহজে অনুমেয়। আমরা আশা করব দুদক চেয়ারম্যানের পদক্ষেপ শুধু কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে সীমাবদ্ধ থাকবে না। দেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে প্রাথমিক বিদ্যালয়গুলোতে পড়াশোনার পরিবেশ নিশ্চিত করা হবে এমনটিই প্রত্যাশিত।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর