বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
ইতিহাস

ইতিহাসবিদদের বিতর্ক

সুলতান মুহম্মদ বিন তুঘলকের নতুন রাজধানী স্থাপন সম্পর্কে ইতিহাসবিদ-দের মধ্যে অনেক বিতর্কের অবকাশ রয়েছে। জিয়াউদ্দিন বারানির মতে, সুলতান দিল্লিকে ধ্বংস ও জনশূন্য করে এখানকার সব অধিবাসীকে দেবগিরিতে স্থানান্তরিত করেন। ইসামিও অনুরূপ মন্তব্য করেছেন। এ সম্পর্কে সর্বাধিক বিতর্কের অবতারণা করেছেন ইবনে বতুতা। তিনি বলেন, ‘দিল্লি নগরী মরুভূমিতে পরিণত হয়েছিল।’ তিনি আরও বলেন, সুলতানের আদেশ পালনে ব্যর্থ হওয়ায় ‘এক পঙ্গু ব্যক্তিকে বেলিস্তার সাহায্যে নিক্ষেপ করা হয় এবং একজন অন্ধ ব্যক্তিকে দিল্লি থেকে দৌলতাবাদে টেনে নিয়ে যাওয়া হয়।’ এসব বর্ণনার মধ্যে কোনো ঐতিহাসিক ভিত্তি না থাকায় এগুলোকে সত্য বলে গ্রহণ করা যায় না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর