রবিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

এসএসসি পরীক্ষা

পরীক্ষার্থীদের জন্য শুভ কামনা

এসএসসি ও সমমানের পাবলিক পরীক্ষা শুরু হয়েছে গতকাল। প্রথম দিন এসএসসির বাংলা প্রথম পত্র এবং দাখিলের কোরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র এবং ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী। দেশের ৩ হাজার ৪৯৭টি কেন্দ্রে ২৮ হাজার ৬৮২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। দেশের পাশাপাশি বিদেশের ৮টি কেন্দ্রেও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গত বছরের মতো এবারও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে নির্ধারিত আসন গ্রহণ করতে হচ্ছে। তবে অনিবার্য কারণে পরীক্ষার্থীর আসতে দেরি হলে তারা কেন্দ্রে প্রবেশ করতে পারবে রেজিস্টারে নাম লিপিবদ্ধ করে। ফেব্রুয়ারির প্রায় পুরোটাই পরীক্ষার্থীদের ব্যস্ত থাকতে হবে পরীক্ষা নিয়ে। এসএসসির তত্ত্বীয় পরীক্ষা হবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত হবে ব্যবহারিক পরীক্ষা। কয়েক বছর ধরে প্রশ্নপত্র ফাঁস এসএসসিসহ প্রতিটি পাবলিক পরীক্ষার অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছিল। শিক্ষা বোর্ড এমনকি শিক্ষা মন্ত্রণালয়ের জন্য বিড়ম্বনা সৃষ্টি করেছিল প্রশ্নপত্র ফাঁসের ঘটনা। তবে র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত অপরাধী চক্রের নখর অনেকটাই ভেঙে ফেলা সম্ভব হয়েছে; যার প্রতিক্রিয়ায় গত বছর এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠেনি। এ বছরও দেশের বিভিন্ন স্থান থেকে প্রশ্নপত্র ফাঁসের হোতা বলে জড়িত কয়েক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আশা করা হচ্ছে, প্রশ্নপত্র ফাঁস রোধ করার ক্ষেত্রে যে সাফল্য অর্জিত হয়েছে তা এ বছরও ধরে রাখা সম্ভব হবে। এসএসসি ও সমমানের পরীক্ষা শুধু নয়, সব ধরনের পাবলিক পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যাতে শতভাগ স্বচ্ছভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য আমাদের শুভ কামনা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর