শিরোনাম
মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

কুধারণা করা মহাপাপ

মুফতি মুহাম্মদ আল আমিন

কুধারণা করা মহাপাপ

অন্যের নিন্দা বা কুৎসা রটনা করা আমাদের সমাজ-সংসারে, ঘরে-বাইরে একটা মহামারী আকার ধারণ করেছে। অন্য কোনো কাজ ভালোভাবে করতে পারি বা না পারি, অপরের সমালোচনায় আমরা বেশ পটু। মানুষের ভুল ধরতে খুব ভালো লাগে। অথচ ইসলাম সব সময় এই অন্যায় থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছে। পবিত্র কোরআন শরিফের সূরা হুজুরাতের ১২নং আয়াতে মহান আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ! তোমরা অন্যের প্রতি কুধারণা থেকে বিরত থাক। নিশ্চয় কতক ধারণা গুনাহ। এবং গোপনীয় বিষয় সন্ধান কর না। তোমাদের কেউ যেন কারও পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি তারা মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করা পছন্দ করবে? বস্তুত, তোমরা একে ঘৃণাই কর। নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু।’ আলোচ্য আয়াতে তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে। ১. কারও প্রতি খারাপ ধারণা রাখা যাবে না। ২. অন্যের দোষ তালাশ করা যাবে না। ৩. অপরের দোষ চোখে পড়লেও তা প্রকাশ  করা যাবে না। হাদিসের কিতাবগুলোতেও এই বিষয়ে অনেক হাদিস বর্ণিত হয়েছে। বিশেষভাবে মানুষের দোষ বলে বেড়ানো, সমালোচনা করা কঠোরভাবে নিষেধ করা হয়েছে। প্রিয় নবী (সা.) সমালোচনা করাকে ব্যভিচার থেকেও মারাত্মক অপরাধ বলে সতর্ক করে দিয়েছেন। রসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, কোনো মুসলমানকে গালমন্দ করা ফাসেকি কার্য। আর হত্যা করা কুফরি কাজ (বুখারি, মুসলিম)।  অনেক সময় আমরা পরস্পর ঝগড়া-ঝাটি করি এবং একে অপরকে গালমন্দ করি।  এটাও মারাত্মক অপরাধ। হজরত আনাস (রা.) এবং হজরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত রয়েছে, রসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, এমন দুই ব্যক্তি যারা পরস্পর গালমন্দ করে, তখন ওই গালমন্দের পাপ সে ব্যক্তির ওপরই বর্তাবে, যে প্রথমে গালমন্দ করেছে; যে পর্যন্ত না গালমন্দ ব্যক্তি সীমালঙ্ঘন করে (মুসলিম)। একে অপরের সঙ্গে ঝগড়া-বিবাদ করতে করতে এমন কথাও মুখ থেকে বের হয়ে যায় যার দ্বারা মহান আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান। হজরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেছেন, রসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, মানুষ কোনো কোনো সময় এরূপ কথা বলে যাতে আল্লাহতায়ালা সন্তুষ্ট হন।

অথচ সে তার গুরুত্ব সম্পর্কে অবহিত নয়; কিন্তু আল্লাহতায়ালা ওই কথার কারণে তার মর্যাদা বাড়িয়ে দেন। পক্ষান্তরে মানুষ কখনো কখনো এরূপ কথাও বলে যাতে আল্লাহতায়ালা অসন্তুষ্ট হন। অথচ সে ওই কথার ক্ষতি সম্পর্কে অবহিত নয়, কিন্তু ওই কথাই তাকে দোজখে নিয়ে যায় (বুখারি)।

লেখক : খতিব, সমিতি বাজার মসজিদ, নাখালপাড়া, ঢাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর