রবিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

হাদিস

হজরত উসমান (রা.) থেকে বর্ণিত। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসি ওয়াসাল্লাম বলেছেন, আদমসন্তানের জন্য এই (চারটি) জিনিস ছাড়া অন্য কোনো কিছুর হক ও অধিকার নেই- ১. বসবাসের ঘর ২. লজ্জা নিবারণের জন্য কাপড় ৩. শুকনো (অথবা মোটা) রুটি এবং ৪. পানি। তিরমিজি। হাদিসটির ব্যাখ্যায় ‘মিরকাত’ নামক গ্রন্থে বলা হয়েছে, এ চারটি জিনিস যেহেতু মানুষের মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত, তাই আখেরাতে বিশেষ কোনো জবাবদিহি ও কৈফিয়ত দেওয়া ছাড়াই দুনিয়ায় আল্লাহর হুকুমমতো মানুষ এগুলো ভোগ করতে পারে। কিন্তু এর বাইরের নিয়ামতগুলোর শুকরিয়া ঠিকমতো আদায় করেছে কিনা এ ব্যাপারে কঠোর জবাবদিহি করতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর