বুধবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

নতুন হজনীতি

হজ মিশনে সেবার পরিবেশ গড়ে উঠুক

সরকার ২০১৯ সালের হজ প্যাকেজের খসড়া অনুমোদনসহ নতুন জাতীয় হজ ও ওমরাহ নীতি প্রণয়ন করেছে। অনুমোদিত হজ প্যাকেজ অনুযায়ী ১৪৪০ হিজরি সনে বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারিভাবে ১ লাখ ২৭ হাজার ১৯৮ ব্যক্তি হজ পালনে সৌদি আরব যেতে পারবেন। সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে প্যাকেজ-১-এর আওতায় মোট ৪ লাখ ১৮ হাজার ৫০০ টাকা লাগবে। আর প্যাকেজ-২-এর আওতায় বিভিন্ন এজেন্সির মাধ্যমে খরচ পড়বে ৩ লাখ ৪৪ হাজার টাকা। সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে হজ প্যাকেজের অনুমোদন দেওয়া হয়। কাবা শরিফ থেকে ৫০০ মিটারের মধ্যে যাদের ভাড়া বাড়িতে রাখা হবে, তারা প্যাকেজ-১-এর আওতায় থাকবেন। বাসা থেকে তারা কাবা শরিফ যাতায়াত করবেন ট্রেনে। প্যাকেজ-২-এর আওতায় যারা থাকবেন তারা কাবা শরিফ থেকে ২ কিলোমিটার দূরে থাকবেন। তাদের যাতায়াত করতে হবে বাসে। চলতি বছর দুই প্যাকেজেই বিমান ভাড়া ১ লাখ ২৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ১০ হাজার ১৯১ টাকা কম। এ বছর প্রতি ৪৪ জন হজযাত্রীর জন্য একজন গাইড নির্ধারণ করা হয়েছে। যারা হজ করতে যাবেন তাদের পাসপোর্টের মেয়াদ ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত থাকতে হবে। চলতি বছর হজ এজেন্সিগুলো সর্বোচ্চ ৩০০ ও সর্বনিম্ন ১৫০ জন হজযাত্রীকে হজব্রত পালনের জন্য নিতে পারবে। গত বছরের চেয়ে বিমান ভাড়া কমিয়ে আনা হলেও সৌদি আরবে বাসা ভাড়া ও যাতায়াত ভাড়া বৃদ্ধি পাওয়ায় এ বছরের ঘোষিত হজ প্যাকেজে হজযাত্রীদের প্যাকেজ-১-এর জন্য ২০ হাজার ৫৭১ ও প্যাকেজ-২-এর জন্য ১২ হাজার ৬৪১ টাকা বেশি গুনতে হবে। হজ প্যাকেজ অনুযায়ী চলতি বছর প্রাক-নিবন্ধিত হজযাত্রীর সম্মতি ছাড়া তার স্থানে অন্য কাউকে প্রতিস্থাপন করা যাবে না। হজযাত্রীদের সেবায় সৌদি আরবের হজ অফিসে প্রয়োজনীয় লোকবল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। হজযাত্রীদের সেবা সূচারুভাবে সম্পন্ন করতে হজ মিশনের জবাবদিহি নিশ্চিত করা হবেÑ এমনটিও প্রত্যাশিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর