শনিবার, ২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ট্রাম্প-কিম শীর্ষ বৈঠক

ব্যর্থ হলেও অর্জন কম নয়

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার অধীশ্বর কিম জং উনের বৈঠক কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। যুক্তরাষ্ট্রের চাওয়া ছিল এ বৈঠকের মাধ্যমে উত্তর কোরিয়ার কমিউনিস্ট সম্রাট পারমাণবিক নিরস্ত্রীকরণে রাজি হবেন। কোরিয়া যুদ্ধের সমাপ্তিরও ঘোষণা দেওয়া হবে আনুষ্ঠানিকভাবে। অন্যদিকে উত্তর কোরিয়ার প্রত্যাশা ছিল যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা জগতের অবরোধের অভিশাপ থেকে মুক্ত হওয়া। কিন্তু দুই পক্ষ নিজেদের অবস্থানে অনড় থাকায় বৈঠক শেষে কোনো চুক্তি করা সম্ভব হয়নি। উত্তর কোরিয়াকে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে একতরফাভাবে পারমাণবিক সব অস্ত্র পরিত্যাগের শর্ত দিয়েছিল ওয়াশিংটন। কিন্তু পিয়ংইয়ং যে এ শর্তে রাজি নয়, তাও পরিষ্কার হয়েছে। চুক্তি ছাড়া শীর্ষ বৈঠক শেষ হওয়ার পর হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স এক বিবৃতিতে বলেছেন, এবার কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। উভয় পক্ষই ভবিষ্যতে আরও বৈঠকের দিকে তাকিয়ে থাকবে। বৈঠকের শুরুর দিন বুধবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উন জানিয়েছিলেন, হ্যানয়ে তার উপস্থিতিই প্রমাণ করে তিনি নিরস্ত্রীকরণে ইচ্ছুক। বলেছিলেন, যদি আমি না চাইতাম, কখনই এখানে আসতাম না।’ এ ভাষ্যের প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, সম্ভবত এটিই সবচেয়ে সেরা জবাব। কিমের প্রতি তার ‘ব্যাপক শ্রদ্ধা’ আছে জানিয়ে ট্রাম্প বলেছিলেন, তিনি সত্যিকারের চুক্তি চান। কোনো রকেট বা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা হচ্ছে না- এতেই আমি খুশি।  হ্যানয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল আশাজাগানিয়া স্বপ্ন নিয়ে। তা শেষ হয়েছে হতাশার মধ্য দিয়ে। তার পরও এ বৈঠক কোরীয় ভূখণ্ডে শান্তি বজায় রাখা এবং পারমাণবিক নিরস্ত্রীকরণের পথে অগ্রগতির সোপান হিসেবে বিবেচিত হবে। চুক্তিতে পৌঁছাতে না পারলেও ট্রাম্প তৃতীয়বার কিম জং উনের সঙ্গে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছেন। বৈঠকে ট্রাম্পকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র বা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে না। অন্যদিকে নতুন করে আর অবরোধ জারি না করার কথা বলেছেন ট্রাম্প। ব্যর্থ বৈঠকের এসব বিষয় শান্তির পথে এগিয়ে যাওয়ার পথ দেখালে তা হবে এক বড় অর্জন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর