রবিবার, ৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

পাকিস্তানের সুমতি

সেনাপতিদের অপখেলাও বন্ধ হোক

ভারত ও পাকিস্তান তাদের সাংঘর্ষিক অবস্থানে দৃশ্যত রাশ টেনে ধরার শুভবুদ্ধি প্রদর্শন করেছে। জঙ্গি ঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর সময় বিধ্বস্ত ভারতীয় বিমানের পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ভারতের কাছে হস্তান্তর করেছে পাকিস্তান। জঙ্গিদের মদদ দেওয়ায় পাকিস্তানের ওপর চীনসহ বন্ধু দেশগুলোও যখন বিরক্ত, তখন এ সিদ্ধান্ত পকিস্তান সরকারের সুমতিরই প্রকাশ ঘটিয়েছে। ভারত ইতিমধ্যে অভিনন্দনের প্রত্যাবর্তনে তাদের খুশির কথা জানিয়েছে। তবে সাফ সাফ বলেছে, জঙ্গি ঘাঁটি ধ্বংসে পাকিস্তানে হামলা অব্যাহত রাখা হবে। তবে একই সঙ্গে তারা বলেছে, পাকিস্তানের কোনো সামরিক স্থাপনাকে তারা টার্গেট করবে না। অভিনন্দনের স্বদেশ প্রত্যাবর্তন ভারতজুড়ে আনন্দ-উচ্ছ্বাস সৃষ্টি করেছে। জঙ্গিদের পেছনে পাকিস্তানি মদদ ভারতীয়দের মনে যে ক্ষত সৃষ্টি করেছিল তা কিছুটা হলেও উপশম ঘটিয়েছে আটক ভারতীয় জঙ্গিবিমানের পাইলটকে নিঃশর্তভাবে ফেরত দেওয়ার ঘটনায়। ভারতের কাশ্মীরের পুলওয়ামায় পাকিস্তানি মদদপ্রাপ্ত জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের হামলায় আধাসামরিক বাহিনীর ৪০ জন সদস্য নিহত হওয়ার ঘটনা প্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী দেশকে যুদ্ধের মুখোমুখি অবস্থায় ঠেলে দিয়েছিল। প্রতিশোধ নিতে ভারতীয় বিমান পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোয় পরপর দুই দিন সার্জিক্যাল স্ট্রাইক চালায়। পাকিস্তানও পাল্টা হামলা চালায় ভারতীয় সামরিক লক্ষ্যস্থলে। হামলা-পাল্টা হামলার ঘটনায় দুই দেশের দুটি বিমান ধ্বংস হয়। ধরা পড়েন একজন ভারতীয় পাইলট। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ কঠিন পরিস্থিতিতে আটক পাইলটকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়ে যেভাবে যুদ্ধ ঠেকানোর চেষ্টা করেছেন তা অবশ্যই প্রশংসার দাবিদার। তবে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে হলে জঙ্গিদের মদদ দেওয়ার যে অবিমৃষ্যকারিতা পাকিস্তানের সেনাপতিরা চালিয়ে আসছেন, সে ক্ষেত্রেও ইমরান খানকে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। দুই দেশের বৈরী সম্পর্ক পাকিস্তানকে ক্রমাগতভাবে পিছু হটতে বাধ্য করেছে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভালো অবস্থানে থাকা সত্ত্বেও পাকিস্তান অর্থনৈতিক দিক থেকে দেউলিয়া রাষ্ট্রে পরিণত হওয়ার বিপদের সম্মুখীন। সে দেশের আমজনতার স্বার্থেই সেনাপতিদের অপখেলায় বাদ সাধতে হবে। পাকিস্তানের গণতন্ত্র ও নির্বাচিত সরকারের ভবিষ্যৎও এর সঙ্গে সম্পর্কিত। নিজের ভালো চাইলে ইমরান খান জঙ্গি নামের বিষধর সাপের ফণা নামাতে সক্রিয় হবেন- এমনটিই প্রত্যাশিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর