শনিবার, ৯ মার্চ, ২০১৯ ০০:০০ টা

সৌদি বিনিয়োগের সম্ভাবনা

কর্মসংস্থানের সুযোগ বাড়াবে

বাংলাদেশে সৌদি আরবের বড় ধরনের বিনিয়োগের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে প্রভাবশালী এক সৌদি মন্ত্রীর নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের ঢাকা সফরের পরিপ্রেক্ষিতে। দুই দেশের মধ্যে বিনিয়োগ -সংক্রান্ত আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে সাড়ে ৩ হাজার কোটি ডলার বিনিয়োগের প্রত্যাশা করা হয়েছে। বলা হয়েছে, বর্তমানে বিদ্যমান অবকাঠামো সুবিধার পাশাপাশি ইকোনমিক জোনগুলোকেও বিনিয়োগের জন্য প্রস্তুত করা হচ্ছে। যোগাযোগ অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ ও জ্বালানিসহ অন্যান্য খাতে বাংলাদেশের পক্ষ থেকে বিনিয়োগের যেসব প্রস্তাব দেওয়া হয়েছে তার সম্ভাব্যতা যাচাইয়ের পর সৌদি আরব সিদ্ধান্ত নেবে। দুই দেশের বৈঠকে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য সৌদি আরবের ইকোনমিক ও প্ল্যানিং মিনিস্টার মুহাম্মদ আল তোয়াইজরিকে প্রধান করে সৌদি-বাংলাদেশ জয়েন্ট ওয়ার্কিং কমিটি অব ইনভেস্টমেন্ট গঠনে একমত হয়েছে দুই দেশ। এ ছাড়া একটি জয়েন্ট ইকোনমিক কাউন্সিলও গঠন করা হবে দ্রুততম সময়ের মধ্যে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে ব্যবসা-বিনিয়োগসংক্রান্ত দুটি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন উভয় দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিরা। চুক্তিগুলো হলোÑ ১০০ মেগাওয়াট ক্ষমতার একটি  সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সৌদি আরবের আলফানার কোম্পানির সঙ্গে চুক্তি করেছে ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ। ট্রান্সফরমার ও বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদনে সৌদি কোম্পানি ইঞ্জিনিয়ারিং ডাইমেনশনের সঙ্গে চুক্তি করেছে জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন ঘনিষ্ঠ। বাংলাদেশে বড় মাপের বিনিয়োগ হলে তাতে দুই দেশই উপকৃত হবে। বাংলাদেশের অর্থনীতি প্রতিদিনই স্ফীত হচ্ছে, সে বিবেচনায় অনেক দেশের তুলনায় বাংলাদেশে বিনিয়োগ নিরাপদ। বাংলাদেশে বিনিয়োগ করে সৌদি বিনিয়োগকারীরা লভ্যাংশ সহজেই দেশে নিতে পারবেন। সৌদি বিনিয়োগ বাংলাদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে- এমনটিও প্রত্যাশিত।

সর্বশেষ খবর