মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

স্বাধীনতা পদক

গুণীজনদের প্রতি কৃতজ্ঞ জাতির সম্মাননা

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল এবং কৃতিত্বপূর্ণ অবদান রাখার জন্য প্রতি বছরের মতো এবারও গুণীজন ও একটি প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদকে ভূষিত করা হচ্ছে। প্রধানমন্ত্রী ২৫ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পদক প্রদান করবেন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে চারজন পাবেন মরণোত্তর পদক। তাদের উত্তরাধিকারীদের হাতে তুলে দেওয়া হবে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা। এ বছর যারা জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন তার মধ্যে রয়েছেন সাবেক ও বর্তমান দুই মন্ত্রী, শিল্পী-সাহিত্যিকসহ ১২ জন। শিল্পী মুর্তজা বশীর ও কথাসাহিত্যিক হাসান আজিজুল হকও পাচ্ছেন স্বাধীনতা পদক। ব্যক্তি পর্যায় ছাড়াও প্রাতিষ্ঠানিক পর্যায়ে এ বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট। এবারের স্বাধীনতা পুরস্কারের জন্য যাদের মনোনীত করা হয়েছে তার মধ্যে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরী ও শহীদ এ টি এম জাফর আলমকে দেওয়া হচ্ছে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার। মুক্তিযোদ্ধা আবদুল খালেক ও অধ্যাপক মোহাম্মদ খালেদকেও মরণোত্তর পুরস্কার দেওয়া হচ্ছে। একই ক্যাটাগরিতে এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে পুরস্কার পাচ্ছেন ডা. কাজী মিসবাহুন নাহার। চিকিৎসায় ব্রিগেডিয়ার জেনারেল ডা. নুরুন্নাহার ফাতেমা বেগম, সমাজসেবা/জনসেবায় অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ। সংস্কৃতিতে মুর্তজা বশীর, সাহিত্যে হাসান আজিজুল হক, গবেষণা ও প্রশিক্ষণে অধ্যাপক হাসিনা খান। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটকে স্বাধীনতা পদক দেওয়া হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি শ্রেণিতে। স্বাধীনতা পদক দেশ ও জাতির জন্য নিবেদিতপ্রাণ গুণীজন ও প্রতিষ্ঠানের জন্য কৃতজ্ঞ জাতির সম্মাননা। আমাদের বিশ্বাস, এ বছর যারা স্বাধীনতা পুরস্কার পেয়েছেন তারা দেশ ও জাতির সেবায় আরও নিবেদিত হওয়ার অনুপ্রেরণা লাভ করবেন। দেশের কৃষি ক্ষেত্রে অনন্য অবদান রাখার কৃতিত্বধারী পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের স্বাধীনতা পুরস্কার লাভ কৃষি ক্ষেত্রের গবেষণায় উৎসাহ দেখাবে- এমনটিই প্রত্যাশিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর