রবিবার, ১৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা

মসজিদে হামলা

উগ্রবাদ রুখতে ঐক্যবদ্ধ হতে হবে

নিউজিল্যান্ডকে বলা হয় শান্তির দেশ। দ্বীপমালার এ দেশটিতে বাস করেন নানা ধর্ম ও ভাষার লোক। নাগরিকদের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের কারণে নিউজিল্যান্ডকে ভাবা হয় মানুষের জন্য নিরাপদ দেশ হিসেবে। সেই অনুপম সুন্দর দেশটির পরিচিতিতে কলঙ্ক লাগিয়েছে বর্ণবাদীরা। শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন অন্তত তিন বাংলাদেশিসহ ৪৯ জন। আহত ৪৮ জনের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তার মধ্যেও আছেন কয়েকজন বাংলাদেশি। ক্রাইস্টচার্চের সবচেয়ে বড় আল নূর মসজিদে জুমার নামাজের সময় বর্ণবাদী এক হামলাকারী স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে নির্বিচারে নামাজরত মুসল্লিদের ওপর গুলি চালায়। আল নূর মসজিদে নিউজিল্যান্ড সফররত বাংলাদেশি ক্রিকেট দলের সদস্যরাও গিয়েছিলেন জুমার নামাজ পড়ার জন্য। তাদের গাড়ি মসজিদের ৫০ গজ দূরে থাকতেই শুরু হয় মুসল্লিদের ওপর হামলা। যে কারণে মাত্র কয়েক সেকেন্ডের জন্য প্রাণে বেঁচে যান বাংলাদেশের ক্রিকেটাররা। শান্তির দেশ নিউজিল্যান্ডের দুটি মসজিদে বর্ণবাদী হামলা প্রমাণ করেছে উগ্রবাদ মানবতাবাদের চিহ্নিত শত্রু এবং মানবসভ্যতাকে টিকিয়ে রাখতে হলে এই কুৎসিত দৈত্যের বিরুদ্ধে লড়তে হবে। উগ্রবাদ যে পরিচয়েই আবির্ভূত হোক না কেন, তাদের লক্ষ্য অভিন্ন। আর সে লক্ষ্য হলো মানবসভ্যতাকে কলুষিত করা। পৃথিবীকে মানুষের বসবাসের অযোগ্য করে তোলা। এ ক্ষেত্রে তালেবান ও আইএস নামের তথাকথিত ইসলামিস্ট এবং নিউজিল্যান্ডের মসজিদে হামলাকারী বর্ণবাদ ও খ্রিস্টবাদে বিশ্বাসী উগ্রবাদীর কোনো পার্থক্য নেই। ক্রাইস্টচার্চের মসজিদে বর্ণবাদীদের বর্বর হামলার বিরুদ্ধে বিশ্বজুড়ে নিন্দা ও ঘৃণার ঝড় বইছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হামলার দিনটিকে দেশের ইতিহাসের সবচেয়ে অন্ধকারতম দিন হিসেবে চিহ্নিত করেছেন। বর্ণবাদী হামলায় বাংলাদেশের তিন নাগরিকের মৃত্যু ও আরও কয়েকজনের আহত হওয়ার ঘটনা দেশজুড়ে স্পর্শকাতরতার সৃষ্টি করেছে। দেশবাসীর আবেগের অংশ জাতীয় ক্রিকেট দলের সদস্যদের অল্পের জন্য বেঁচে যাওয়া বিদেশ সফরকালে ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠার সৃষ্টি করেছে। আমরা তীব্রতম ভাষায় উগ্রবাদের নৃশংসতায় বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির ঘটনার নিন্দা জানাই। বিশ্ববাসীর প্রতি আমাদের আহ্বানÑ আসুন উগ্রবাদের বিরুদ্ধে এখনই শক্ত প্রতিরোধ গড়ে তুলি। মানবসভ্যতাকে জিইয়ে রাখতে হলে যার কোনো বিকল্প নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর