বুধবার, ২৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা
ইতিহাস

জেরুজালেম জয়

সালাহউদ্দিন আইয়ুবির ১১৯০ সালে তৃতীয় ক্রুসেড জয়ের আগপর্যন্ত ইহুদি, খ্রিস্টান ঔপনিবেশিকরা সব ক্রুসেডে মুসলমানদের ব্যাপকভাবে নিপীড়ন, নিষ্পেষণ চালায়। ত্রয়োদশ শতকের শেষ পর্যন্ত চলতে থাকা এ দখলদারিত্বে ইউরোপিয়ান শাসকরা নানান রকমের অত্যাচার-নির্যাতন করে। সর্বোপরি যুদ্ধের অর্থ ও সৈন্য সংগ্রহ করতে গিয়ে ইসলাম ও মুসলমানদের বিপক্ষে যে চরম মিথ্যাচার ও প্রোপাগান্ডা করে তার জের এখনো শেষ হয়নি। ইউরোপ ও মুসলমানদের মধ্যে হাজার বছরের টানাপড়েনের সম্পর্ক এই যুদ্ধংদেহি তৎপরতার সৃষ্টি। ১১৬৩ সালে জেনগি বংশীয় ঊর্ধ্বতন নুরউদ্দিন জেনগি তাকে মিসরে পাঠান। ক্রুসেডারদের আক্রমণের বিরুদ্ধে সামরিক সাফল্যের মাধ্যমে সালাহউদ্দিন মিসরের ফাতেমীয় সরকারের উচ্চপদে পৌঁছান। ফাতেমীয় খলিফা আল আদিদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ১১৬৯ সালে তার চাচা শেরেকোহ মৃত্যুবরণ করলে আল আদিদ সালাহউদ্দিনকে তার উজির নিয়োগ দেন।

১১৭৪ সালে নুরউদ্দিনের মৃত্যুর অল্পকাল পর সালাহউদ্দিন সিরিয়া বিজয়ে ব্যক্তিগতভাবে নেতৃত্ব দেন। দামেস্কের শাসকের অনুরোধে তিনি শান্তিপূর্ণভাবে শহরে প্রবেশ করেন। ১১৭৫ সালের মধ্যভাগে তিনি হামা ও হিমস জয় করেন। জেনগি নেতারা তার বিরোধী হয়ে পড়েন। সরকারিভাবে তারা সিরিয়ার শাসক ছিলেন। এরপর শিগগিরই তিনি জেনগি সেনাবাহিনীকে পরাজিত করেন এবং আব্বাসীয় খলিফা আল মুসতাদি কর্তৃক মিসর ও সিরিয়ার সুলতান ঘোষিত হন।

১১৮২ সালে আলেপ্পো জয়ের মাধ্যমে সালাহউদ্দিন সিরিয়া জয় সমাপ্ত করেন। তবে জেনগিদের মসুলের শক্ত ঘাঁটি দখলে সমর্থ হননি।

জাফর খান

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর