মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

কালবৈশাখী ঝড়

দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি থাকতে হবে

বৈশাখ শুরুর দুই সপ্তাহ আগে কালবৈশাখী ঝড়ে রাজধানীতে ছয়জনের প্রাণহানি ঘটেছে। মাত্র কয়েক মিনিটের তাণ্ডবে রাজধানীর বহু এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কয়েক ঘণ্টা লেগে যায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে। ঝড়ে বিপুলসংখ্যক গাছপালা উপড়ে পড়ে। শিলাবৃষ্টির তাণ্ডবও অনুভূত হয়েছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়। বজ্রপাত ও নৌকাডুবিতে বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনাও ঘটেছে। আগাম কালবৈশাখীর তাণ্ডবে বেশ কয়েকজনের প্রাণহানি আবহাওয়ার বেসামাল অবস্থারই আভাস দিচ্ছে। জলবায়ু পরিবর্তনের কুফল হিসেবে ভাবা হচ্ছে মাত্রাতিরিক্ত বজ্রপাত ও শিলাবৃষ্টির ঘটনাকে। রবিবার সন্ধ্যায় হঠাৎ করেই হানা দেয় কালবৈশাখী ঝড়। ঝড়ের তাণ্ডবে নির্মাণাধীন ভবনের ইট মাথার ওপর পড়ে পল্টনে এক ব্যক্তির প্রাণহানি ঘটে। সংসদ ভবনের কাছে মারা যান এক নারী। শেওড়াপাড়া ও কদমতলীতে দেয়াল চাপা পড়ে মারা যান দুজন। বুড়িগঙ্গায় নৌকাডুবিতে মারা গেছেন মা ও ছেলে। কালবৈশাখীর ঝড় ও মুষলধারার বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে নগরজীবন। প্রায় প্রতিটি সড়কে সৃষ্টি হয় ভয়াবহ যানজট। রাজধানীর বিভিন্ন প্রান্তে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ভোগান্তির সম্মুখীন হয় লাখ লাখ মানুষ। বিশেষত ঝড় ও বজ্রবৃষ্টিতে রাজধানীসহ সারা দেশে এক ডজনের বেশি মানুষের প্রাণহানি জনজীবনে অস্বস্তির ছায়া বিস্তার করেছে। কালবৈশাখীর এ ঝড় ঘূর্ণিঝড়, টর্নেডো ও বন্যা সম্পর্কে আগাম প্রস্তুতি নেওয়ার তাগিদ সৃষ্টি করেছে। প্রাকৃতিক দুর্যোগ রোধের সাধ্য মানুষের নেই। তবে যেসব কারণে আবহাওয়া বিরূপ হয়ে ওঠে তা পরিহার করে জলবায়ু পরিবর্তনের বিপদ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ-পরবর্তী উদ্ধারকাজ ও ত্রাণ তৎপরতার ক্ষেত্রেও যথাযথ প্রস্তুতি থাকতে হবে। প্রাকৃতিক দুর্যোগে ফসলহানির বিপদ জাতীয় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। এ বিপদের মোকাবিলায়ও প্রস্তুতি থাকতে হবে। রবিবারের কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবার-পরিজনের প্রতি আমাদের শোক ও সহানুভূতি।

আল্লাহ তাদের স্বজনদের এ শোক সইবার শক্তি দিন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর