বুধবার, ৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর ১৫ দফা নির্দেশনা

আগুনঝুঁকি প্রতিরোধে ভূমিকা রাখুক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অগ্নিকাণ্ডজনিত দুর্ঘটনা রোধে ১৫ দফা কঠোর নির্দেশনা দিয়েছেন। বৈঠকে যেসব ভবনে অগ্নিনির্বাপণব্যবস্থা নেই সেগুলো চিহ্নিত করে প্রতিকারমূলক পদক্ষেপ গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, নকশা ও বিল্ডিং কোড অমান্য করে একটি ভবনও যাতে গড়ে উঠতে না পারে সেদিকে নজর রাখতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে- বহুতল ভবন তৈরির সময় ফায়ার সার্ভিসের ক্লিয়ারেন্সের পাশাপাশি সেটা ‘ভায়াবল’ কিনা নিশ্চিত করা। অগ্নিনিরাপত্তার বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করা। ফায়ার সার্ভিস থেকে যে অনুমোদন বা ছাড়পত্র দেওয়া হয় কারখানার মতো বহুতল আবাসিক ভবনেও তা প্রতি বছর নবায়নের ব্যবস্থা করা। বিল্ডিং কোড শতভাগ অনুসরণ করা। প্রতি এক থেকে তিন মাসের মধ্যে অগ্নিনির্বাপণ মহড়া করা। অগ্নিকাণ্ডের সময় ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে মৃত্যু এড়াতে ভবনে ধোঁয়া নিষ্কাশন ও নিয়ন্ত্রণের পদ্ধতি অবলম্বন। পানির অভাবে অনেক সময় ফায়ার সার্ভিস কাজ করতে পারে না; তাই যেখানে সম্ভব জলাশয় বা জলাধার তৈরি করা। এজন্য বেদখল হয়ে যাওয়া জলাধার, খাল ও লেকগুলো উদ্ধার করে তা সংরক্ষণ করা। বহুতল ভবনে ওঠার জন্য ফায়ার সার্ভিসের ল্যাডারের সংখ্যা বাড়ানো। স্থপতিরা যেন পরিবেশ ও বাস্তবতার নিরিখে অবকাঠামোর নকশা করেন, তা নিশ্চিত করা। প্রতিটি কমার্শিয়াল, আবাসিক যে কোনো ধরনের বহুতল ভবনে ফায়ার এক্সিট নিশ্চিত করা। অনেক জায়গায় ইলেকট্রনিক পদ্ধতিতে দরজা নিয়ন্ত্রণ করা হয়। ফায়ার এক্সিট যেন সবসময় ওপেন থাকে, অর্থাৎ ম্যানুয়ালি তা যাতে খোলা যায় সে ব্যবস্থা গ্রহণ করা। জরুরি মুহূর্তে মানুষ যেন বহুতল ভবন থেকে তারপুলিনের মাধ্যমে ঝুলে নামতে পারে, সে পদ্ধতি চালু করা। প্রতিটি হাসপাতাল ও স্কুলে বারান্দাসহ খোলা জায়গা রাখা। ভবনে আগুন লাগলে লিফট ব্যবহার না করা। প্রতিটি ভবনে কমপক্ষে দুটি এক্সিটওয়ে রাখা। আগুন নেভানোর আধুনিক সরঞ্জামাদি কেনাসহ ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি করা ইত্যাদি।

সম্প্রতি চকবাজার, বনানী ও গুলশানে তিনটি বড় ধরনের অগ্নিকাণ্ডে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনাগুলো তাৎপর্যের দাবিদার। আমরা আশা করব, নির্দেশনাগুলোর বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে যত্নবান হয় সে বিষয়টিও নিশ্চিত করা হবে।

সর্বশেষ খবর