বুধবার, ৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

কলঙ্কিত সুবর্ণচর

ধর্ষণের হোতাদের উপযুক্ত শাস্তি হোক

সুবর্ণচর কি কলঙ্কিত জনপদ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সারা দেশে এ প্রশ্নটি জোরেশোরে উচ্চারিত হয়েছে গত সংসদ নির্বাচনের পর। নির্বাচনে এলাকার রাজনৈতিক টাউট ও সন্ত্রাসীদের পছন্দের প্রার্থীকে ভোট না দেওয়ায় এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ করে মানুষবেশী শকুনেরা। সে ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে ছি-ছি রব ওঠায় অপরাধীদের গ্রেফতারও করা হয়। কলাকৌশলের আশ্রয় নিয়ে ওই জঘন্য ঘটনায় জড়িত এক আসামির জামিন আদালত থেকে আদায় করা গেলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়। এ ঘটনার জের না কাটতেই নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ভাইস চেয়ারম্যান ভোটকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন ছয় সন্তানের জননীকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের উত্তর বাগ্গা গ্রামের রুহুল আমিনের মাছের খামারে আল্লাহর আরশ কাঁপানো এ পৈশাচিক ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টার দিকে নির্যাতিতাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ধর্ষণের ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত চারজনসহ ১২ জনের বিরুদ্ধে চরজব্বর থানায় মামলা করেন। পুলিশ ঘটনায় জড়িত অভিযোগে ইউসুফ মাঝি ও আবুল বাশার নামে দুজনকে আটক করেছে। ৩১ মার্চ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ভোটের দিনে ওই নারী ও তার স্বামী চশমা প্রতীকের প্রার্থী তাজউদ্দিন বাবরের সমর্থনে ভোট করেন। তালা প্রতীকের সমর্থক ইউসুফ মাঝি তালা মার্কায় ভোট করার জন্য তাদের ওপর চাপ সৃষ্টি করে। এ নিয়ে ইউসুফ মাঝি তাকে হুমকি দেয় ও বাগ্বিতন্ডা হয়। সন্ধ্যায় ভিকটিম ও তার স্বামী মোটরসাইকেলে নিজেদের বাড়ি যাওয়ার পথে ইউসুফ মাঝির নেতৃত্বে ১০-১২ জন তাদের আক্রমণ করে। এ সময় বেচু মাঝি, বজলু ও আবুল বাশার ওই নারীকে পাশের রুহুল আমিনের মাছের খামারের কলাবাগানে নিয়ে ধর্ষণ করে। পুলিশ বলেছে, ধর্ষণের ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। নোয়াখালীর সুবর্ণচরে সংসদ ও উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে গণধর্ষণের দুটি ঘটনা এ জনপদের মুখে চুনকালিই লাগিয়েছে তা নয়, বহির্বিশ্বে দেশের সুনামেও কলঙ্ক লাগিয়েছে। আমরা আশা করব, ধর্ষণের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে প্রশাসন সক্রিয় হবে। নিজেদের সুনামের স্বার্থেই অপরাধীদের শাস্তি নিশ্চিত করাকে তারা চ্যালেঞ্জ হিসেবে নেবেন- এমনটিই প্রত্যাশিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর