শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর সময়োচিত আহ্বান

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকুক

আত্মশুদ্ধির মাস রমজান। লোভ-লালসাকে বিসর্জন দিয়ে জীবনের সব ক্ষেত্রে সত্য-সুন্দর-কল্যাণের প্রতিফলন ঘটানোর মাস। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের দেশে এ মাসকে লাগামহীন মুনাফা অর্জনের মৌসুম হিসেবে বেছে নেয় ব্যবসায়ীদের একটি অংশ। তাদের কারসাজিতে রমজানে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পায়। কষ্ট পায় সিয়াম সাধনারত বিশ্বাসী মানুষরা। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে গত এক দশক ধরে প্রতি বছরই সরকার রমজানে ব্যবহৃত হয় এমনসব পণ্যের পর্যাপ্ত মজুদ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। কোনো কোনো ক্ষেত্রে চাহিদার চেয়েও বেশি পণ্য আমদানি করা হয়েছে বিদেশ থেকে। তার পরও মূল্যবৃদ্ধির প্রবণতায় লাগাম পরানো কঠিন হয়ে দাঁড়িয়েছে মুনাফাখোরদের কারসাজির কারণে। কঠিন বাস্তবতাকে মনে রেখেই প্রধানমন্ত্রী বুধবার সকালে গণভবন থেকে কয়েকটি অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার সময় আসন্ন রমজানে তেল, চিনি, ছোলাসহ নিত্যপণ্যের দাম যাতে না বাড়ে সে বিষয়ে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। রমজানে যাতে নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকে তা নিশ্চিত করতেও বলেছেন তিনি। মাহে রমজানের পাঁচ সপ্তাহ আগে প্রধানমন্ত্রীর এ আহ্বান রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার প্রতি সরকারের আগ্রহের প্রতিফলন ঘটিয়েছে। তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে সরকারের সদিচ্ছাই যে যথেষ্ট নয় তা প্রমাণিত সত্যি। এ বিষয়ের মনিটরিংয়ে সরকারের যেসব সংস্থা জড়িত, তাদেরও বাজারের দিকে তীক্ষè নজর রাখতে হবে। রমজানে ব্যবহৃত পণ্যগুলো সাম্প্রতিক বছরগুলোয় চাহিদার চেয়ে অনেক বেশি আমদানি করা সত্ত্বেও বাজার সিন্ডিকেটের কারসাজিতে মূল্যবৃদ্ধি এড়ানো সম্ভব হয় না। এ ব্যাপারে সরকারকে আগেভাগে সতর্ক হতে হবে। ঈদ সামনে রেখে রমজানে যে বেপরোয়া পরিবহন চাঁদাবাজি মাথা চাড়া দিয়ে ওঠে, তা নিয়ন্ত্রণেও নিতে হবে উদ্যোগ। নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখা ও মনিটরিংয়ের কাজে টিসিবি নামের একটি প্রতিষ্ঠান থাকলেও সরকারি অর্থের অপচয় ছাড়া এ প্রতিষ্ঠানটির কোনো ভূমিকা নেই। রমজানে ন্যায্যমূল্যে প্রতিষ্ঠানটি যে পণ্য বিক্রি করে তা সাধারণ মানুষের কাছে পৌঁছে কিনা প্রশ্নবিদ্ধ বিষয়। এ ক্ষেত্রে যে শুভঙ্করের ফাঁকি রয়েছে তা নিয়ন্ত্রণেও সরকারকে তৎপর হতে হবে। বিশেষত ব্যবসায়ীদের কেউ ব্যবসার নিয়ম ভেঙে রমজানের প্রাক্কালে মানুষের পকেট কাটার উদ্যোগ নিলে তাদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে- আমরা এমনটিই দেখতে চাই।

সর্বশেষ খবর