রবিবার, ৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
জীবন কাহিনি

হেনরি কিসিঞ্জার

কিসিঞ্জার জন্মেছিলেন নাৎসি জার্মানিতে ১৯২৩ সালের ২৭ মে। অর্থাৎ ১৫ বছর বয়সেই তাকে পরিবারসহ মাতৃভূমির মায়া ত্যাগ করে ভিনদেশের উদ্দেশে পাড়ি জমাতে হয়। কিসিঞ্জার পরিবার নিউইয়র্কে থিতু হন। পরিবারের আর্থিক অবস্থা তখন নিতান্ত করুণ, তাই বাধ্য হয়ে কিশোর কিসিঞ্জারকে শেভিং ব্রাশের ফ্যাক্টরিতে কাজ শুরু করতে হয়। পাশাপাশি অবশ্য তিনি জর্জ ওয়াশিংটন হাইস্কুলে নিয়মিত রাত্রীকালীন পড়া চালিয়ে গিয়েছিলেন। সিটি কলেজ অব নিউইয়র্কে পড়ার সময় ১৯ বছর বয়সে কিসিঞ্জারকে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দিতে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করার জন্য। প্রথমে তিনি ফ্রান্সে একজন রাইফ্যালম্যান এবং পরে জার্মানিতে জি-টু ইন্টেলিজেন্স অফিসার হিসেবে কাজ করেন। ১৯৪৬ সাল পর্যন্ত তিনি সেনাবাহিনীর কাউন্টার ইন্টেলিজেন্স কোরের সঙ্গে কাজ করেন। ২০ বছর বয়সে নিজের নাম পাল্টে হেইঞ্জ কিসিঞ্জার থেকে হয়ে যায় হেনরি কিসিঞ্জার। সঙ্গে সঙ্গে জুটে যায় মার্কিন নাগরিকত্বও। ১৯৪৭ সালে কিসিঞ্জার মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে ভর্তি হন হার্ভার্ড কলেজে। তিন বছর পর সেখান থেকে রাষ্ট্রবিজ্ঞানে ডিস্টিংশনসহ গ্র্যাজুয়েশন শেষ করে হার্ভার্ড ইউনিভার্সিটিতে চলে যান উচ্চতর শিক্ষার জন্য। কর্ম জীবনে তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ লাভ করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর