শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

হাদিস

হজরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘দীন অত্যন্ত সহজ ও সরল। কিন্তু যে কোনো ব্যক্তি দীনের সঙ্গে বাড়াবাড়ি করবে সে পরাজিত হবে। তাই সবার কর্তব্য হবে, ঠিকভাবে দৃঢ়তার সঙ্গে ইসলামের নির্দেশিত পথ অবলম্বন করে বাড়াবাড়ি না করে ধীরস্থির গতিতে মধ্যপন্থা অবলম্বন করে চলা এবং আল্লাহর রহমত ও করুণার আশা পোষণ করা এবং সকাল-বিকাল ও শেষ রাতে নফল ইবাদত দ্বারা (আল্লাহর অধিক নৈকট্য লাভ ও উন্নতির পথে) সাহায্য গ্রহণ করা’ (বুখারি)।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর