Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
নুসরাতের ললাট লিখন নুসরাতের ললাট লিখন

নুসরাত এ দেশের ১৬-১৭ কোটি মানুষের একজন, একজন মেয়ে। পরিচয় দেওয়ার মতো কিছু নেই ওর। না ধনী কন্যা, না কোনো অভিজাত কন্যা। নিতান্তই সাধারণ এক গ্রাম্য মেয়ে। এমন কত শত গ্রাম্য মেয়ে এ দেশের অসংখ্য গ্রামে ছড়িয়ে আছে। তাদের আমরা চিনি না। নুসরাত তাদের একজন। তাহলে কেন নুসরাতকে নিয়ে এত কথা, এত আহাজারি, এত ক্রন্দন! সোশ্যাল মিডিয়ায় কেন এত বেদনার ভার! কারণ নুসরাত সাহসী, প্রতিবাদী। যে সাহস থাকা মেয়েদের জন্য শোভন নয়, দোষের। অন্তত এ সমাজ, এ সংসার সেটাই শিখিয়েছে। যে মেয়ে মুখ বুজে সব মেনে নেয় সে সতী সাবিত্রী বিনয়ী লক্ষ্মী পয়মন্ত। সে যদি মুখ বুজে ধর্ষিত হয় আর তা চেপে যায়, কেউ জানতে না পারে, তাহলে সে সতী। জেনে গেলেই সমস্যা। সে হয় কুলটা। কাজেই চেপে যাও, চেপে যাও, মেনে নাও। তাতেই শান্তি, তাতেই স্বস্তি। কিন্তু নুসরাত নামের বেয়াড়া মেয়েটা চেপে গেল না। মাদ্রাসা অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা তার সম্ভ্রমহানি করতে চাইল, সহজ বাংলায়…

সর্বশেষ খবর