বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক

নতুন উচ্চতায় উঠেছে প্রধানমন্ত্রীর সফরে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রুনাই সফর ভ্রাতৃপ্রতিম দুই দেশের সুসম্পর্ককে নতুন উচ্চতায় উন্নত করেছে। সফরকালে ব্রুনাইয়ের সঙ্গে সাতটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে বাংলাদেশ। ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ার সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী আঞ্চলিক অর্থনৈতিক ফোরাম দক্ষিণ-পূর্ব এশিয়া কো-অপারেশন অর্গানাইজেশন (সিয়াকো) গঠনের প্রস্তাব দিয়েছেন। এর সদস্য হবে দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশ ও মালদ্বীপ এবং দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাই। প্রস্তাবে সাড়া দিয়ে ব্রুনাইয়ের সুলতান বিষয়টি ‘অনুকূল বিবেচনা’ করার আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী প্রবৃদ্ধি ও সমৃদ্ধির লক্ষ্যে অভিন্ন যাত্রায় বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে একটি অংশীদারিত্ব গড়ে তোলার জন্য ব্রুনাইয়ের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। বলেছেন, দক্ষিণ এশিয়ায় সবচেয়ে উদার বৈদেশিক বিনিয়োগ সুবিধা সম্পন্ন দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। এসব সুবিধার মধ্যে রয়েছে আইন দ্বারা বিদেশি বিনিয়োগের সুরক্ষা, উদার করনীতি ও যন্ত্রপাতি আমদানির ওপর সুবিধাজনক শুল্কব্যবস্থা। শিল্প খাতের দ্রুত সম্প্রসারণের ফলে  বাংলাদেশ কেবল পাঁচ বছরে বার্ষিক রপ্তানি আয় দ্বিগুণ করতে সক্ষম হয়েছে। অন্যদিকে, কৃষি ও সেবা খাতে ক্রমাগত প্রবৃদ্ধি অর্থনীতিকে আরও স্থিতিশীল ও স্থিতিস্থাপকতা দিয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে বেসরকারি খাত মুখ্য ভূমিকা পালন করছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য ১০০ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হয়েছে। চীনের পর বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেডিমেড গার্মেন্ট রপ্তানিকারক দেশ। মানসম্মত ওষুধের জন্য একটি বড় বৈশ্বিক কেন্দ্র হিসেবে বাংলাদেশ দ্রুত গড়ে উঠছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, আফ্রিকাসহ ১০০টির বেশি দেশে যাচ্ছে বাংলাদেশের ওষুধ। বিশ্বমানের সমুদ্রগামী জাহাজ নির্মাণ করে বাংলাদেশ বৈশ্বিক মনোযোগ আকর্ষণ করছে। বাংলাদেশি কোম্পানিগুলো ইউরোপসহ ১৪টি দেশে যাত্রী ও মালবাহী জাহাজ সরবরাহ করেছে। ব্রুনাইয়ের ব্যবসায়ীদের উদ্ধুদ্ধ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সফল হলে বাংলাদেশে তেলসমৃদ্ধ এ ধনী দেশটির বিপুল বিনিয়োগ নিশ্চিত হবে। তাতে লাভবান হবে ভ্রাতৃপ্রতিম দুই দেশ।

সর্বশেষ খবর