বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ওয়াসার বিরুদ্ধে প্রতিবাদ

সুমতি ফেরাতে অবদান রাখুক

ওয়াসার মানহীন দুর্গন্ধ পানির বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগ দীর্ঘদিনের। তবে ওয়াসার কর্তাব্যক্তিরা এ অভিযোগ আমলে এনে সমস্যার সুরাহার বদলে গলাবাজি করাকে দায়িত্ব হিসেবে বেছে নিয়েছেন। এ সংস্থার করিৎকর্মা ব্যবস্থাপনা পরিচালক জোরেশোরে জানান দিয়েছিলেন, ওয়াসার পানি শতভাগ বিশুদ্ধ। তিনি নিজেও ওয়াসার ট্যাপের পানি পান করেন। এরই প্রতিবাদে রাজধানীর জুরাইন ও রামপুরার হাতে গোনা কয়েকজন বাসিন্দা ওয়াসার তথাকথিত সুপেয় পানির শরবত পান করাতে এসেছিলেন ওয়াসা অফিসে। তাদের হাতে ছিল কাচের জগ ও বোতলে ভরা ওয়াসার পানি, গ্লাস, লেবু ও চিনির প্যাকেট। উদ্দেশ্য, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে শরবত বানিয়ে আপ্যায়িত করা। তারা প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করলেও ব্যবস্থাপনা পরিচালকের দেখা পাননি। তার অনুপস্থিতিতে ওয়াসার একজন পরিচালকের সঙ্গে দেখা করেন প্রতিবাদকারীরা। তাকে শরবত পানের আহ্বান জানালে তিনি অস্বীকৃতি জানিয়ে বলেন, ওয়াসার পানি বিশুদ্ধ, উৎপাদিত পানিতে কোনো সমস্যা নেই। কোথাও যদি ময়লা পানি আসে, তা পাইপলাইনের জন্য। প্রতিবাদী গ্রাহকদের অশ্বাস দেন, আজ শরবত না খেলেও সংশ্লিষ্ট এলাকার পানির সমস্যার সমাধান করে সেই পানি দিয়ে শরবত খাবেন। স্মর্তব্য, গত ১৭ এপ্রিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) তাদের গবেষণা প্রতিবেদনে জানায়, ঢাকা ওয়াসার পানির নিম্নমানের কারণে ৯৩ শতাংশ গ্রাহক বিভিন্ন পদ্ধতিতে পানি পানের উপযোগী করেন। এর মধ্যে ৯১ শতাংশ গ্রাহকই পানি ফুটিয়ে পান করেন। আর বাসাবাড়িতে এই পানি ফোটাতে বছরে পোড়ানো হয় ৩৩২ কোটি ৩৭ লাখ টাকার গ্যাস। তবে পরদিন টিআইবির এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, ওয়াসার পানি শতভাগ সুপেয়। ওয়াসার পানি যে সরাসরি পানযোগ্য নয় তা দিবালোকের মতো সত্য। গ্রাহকরা ওয়াসার পানি কেনেন অর্থের বিনিময়ে। এটি ব্যবস্থাপনা পরিচালক কিংবা ওয়াসার কর্তাব্যক্তিদের কৃপার বিষয় নয়। সে পানিতে দুর্গন্ধ থাকবে, পানের অযোগ্য হবে- তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। ওয়াসার সুপেয় পানি কীভাবে দূষিত থাকে তা দেখার দায়িত্ব ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের। যেজন্য গ্রাহকদের দেওয়া অর্থে তারা বেতন-ভাতা পান। ফলে গ্রাহকদের সুপেয় পানি সরবরাহ তাদের কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত। তার বদলে ওয়াসার পানি সুপেয়Ñ এমন সাফাই গাওয়া তামাশার শামিল; যা হওয়া উচিত নয়।

সর্বশেষ খবর