শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

আল্লাহ তওবাকারীর প্রতি ক্ষমাশীল

মাওলানা আবদুর রশিদ

মৃত্যুর এক ঘণ্টা আগ পর্যন্ত তওবা করলে তওবা গ্রহণ করা হবে এবং গুনাহ মাফ হবে। ‘যে ব্যক্তি মৃত্যুর এক বছর আগে তওবা করবে, তার তওবা গ্রহণ হবে। আবার যে ব্যক্তি মৃত্যুর এক মাস আগে তওবা করবে, তার তওবা কবুল হবে। যে ব্যক্তি মৃত্যুর এক সপ্তাহ আগে তওবা করবে, তার তওবা কবুল করা হবে। যে ব্যক্তি মৃত্যুর এক দিন আগে তওবা করবে, তার তওবা কবুল করা হবে। যে ব্যক্তি মৃত্যুর এক ঘণ্টা আগে তওবা করবে, তার তওবা কবুল করা হবে।’ আবু দাউদ।

আল্লাহ বলেছেন, ‘আর এমন লোকদের জন্য কোনো ক্ষমা নেই, যারা মন্দ কাজ করতেই থাকে। এমনকি যখন তাদের কারও সামনে মৃত্যু উপস্থিত হয়, তখন বলতে থাকে, আমি এখন তওবা করছি। আর তওবা নেই তাদের জন্য, যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে।’ সূরা নিসা, আয়াত ১৮। হজরত ওমর (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এক রোগাক্রান্ত আনসারির বাড়িতে প্রবেশ করেছি এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে ছিলেন। আর সেই আনসারি মৃত্যুযন্ত্রণায় ভুগছিলেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি কথা বলতে সক্ষম ছিলেন। তিনি আকাশের দিকে তাকিয়ে ছিলেন। এরপর এ সম্পর্কে প্রশ্ন করা হলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং বললেন, আর সে লজ্জিত হওয়ায় তার অন্তর আকাশের দিকে এবং আল্লাহ বলেছেন, হে ফেরেশতারা! আমার বান্দা মুখ দিয়ে তওবা করতে অক্ষম এবং তার অন্তরের দিক দিয়ে লজ্জিত। আমি তোমাদের সাক্ষ্য দিতেছি যে, তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়েছে। যদিও সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়ে থাকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার কাছে মৃত্যুর সময় ঘনিয়ে এলে জিবরাইল (আ.) এলেন। এরপর বললেন, হে মুহাম্মাদ! আপনার প্রভু আপনাকে সালাম দিয়েছেন এবং আপনাকে বলেছেন, যে ব্যক্তি মৃত্যুর এক বছর আগে তওবা করবে, তার তওবা কবুল করা হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল! এক বছর আমার উম্মতের জন্য অনেক বেশি হয়। তারপর জিবরাইল চলে গেলেন। এরপর ফিরে এলেন এবং বললেন, হে মুহাম্মাদ! নিশ্চয় আপনার প্রভু আপনাকে সালাম দিয়েছেন এবং আপনাকে বলেছেন, যে ব্যক্তি মৃত্যুর এক মাস আগে তওবা করবে, তার তওবা কবুল করা হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল! এক মাস আমার উম্মতের জন্য অনেক বেশি হয়ে যায়। তারপর জিবরাইল চলে গেলেন। এরপর ফিরে এলেন এবং বললেন, হে মুহাম্মাদ! নিশ্চয় আপনার প্রভু আপনাকে সালাম দিয়েছেন এবং আপনাকে বলেছেন, যে ব্যক্তি মৃত্যুর এক সপ্তাহ আগে তওবা করবে তার তওবা কবুল হবে। এরপর তিনি বললেন, হে জিবরাইল! এক সপ্তাহ আমার উম্মতের জন্য অনেক বেশি হয়। তারপর জিবরাইল চলে গেলেন এবং ফিরে এসে বললেন, হে মুহাম্মাদ! নিশ্চয় আপনার প্রভু আপনাকে সালাম দিয়েছেন এবং আপনাকে বলেছেন, যে ব্যক্তি মৃত্যুর এক দিন আগে তওবা করবে তার তওবা কবুল হবে। অতঃপর তিনি বললেন, হে জিবরাইল! এক দিন আমার উম্মতের জন্য অনেক বেশি। তারপর জিবরাইল চলে গেলেন। এরপর ফিরে এলেন এবং বললেন, হে মুহাম্মাদ! নিশ্চয় আপনার প্রভু আপনাকে সালাম দিয়েছেন এবং আপনাকে বলেছেন, যে ব্যক্তি মৃত্যুর এক ঘণ্টা আগে তওবা করবে তার তওবা কবুল করা হবে। অতঃপর তিনি বললেন, হে জিবরাইল! এক ঘণ্টা আমার উম্মতের জন্য অনেক বেশি হয়। এরপর জিবরাইল চলে গেলেন এবং ফিরে এসে বললেন, যদি এক বছর সময় বেশি হয়, এক মাস বেশি হয়, এক সপ্তাহ বেশি হয়, এক দিন বেশি হয় এবং এক ঘণ্টা বেশি হয় তাহলে মৃত্যুর এক বছর আগে, এক মাস আগে, এক সপ্তাহ আগে, এক দিন আগে এবং এক ঘণ্টা আগে তওবা করার প্রয়োজন নেই। বরং রুহ হলকুমে পৌঁছার আগে তওবা করলে তওবা কবুল করা হবে। আর মুখে তওবা উচ্চারণ করতে না পারলে এরপর সে লজ্জিত হলে এবং অন্তরে অনুতপ্ত হলে তার পরও তাকে ক্ষমা করে দেওয়া হবে।’ তাফসিরে রুহুল বয়ান, সূরা নিসা, আয়াত ১৪৩।

                লেখক : ইসলামবিষয়ক গবেষক।

সর্বশেষ খবর