শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

কর্মসংস্থানে ধীরগতি

অর্থনৈতিক সাফল্যকে গিলে খাচ্ছে

কর্মসংস্থানের অভাবে ভুগছে দেশের মানুষ। অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের শীর্ষ পর্যায়ের প্রবৃদ্ধির দেশ। কিন্তু সে প্রবৃদ্ধি দেশের সাধারণ মানুষের জন্য ততটা সুফল বয়ে আনতে পারছে না উচ্চহারের বেকারত্বের জন্য। অবকাঠামোগত উন্নয়নে দেশের চেহারা পাল্টে যাওয়ার সাফল্য অর্জিত হলেও কর্মসংস্থানের ধীরগতি সে অর্জনকে অনেকখানিই ম্লান করেছে। ষষ্ঠ পঞ্চম বার্ষিক পরিকল্পনায় ১ কোটি ৪ লাখ কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ লক্ষ্যমাত্রা পূরণে বেশকিছু পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও তার বেশির ভাগই বাস্তবায়ন হয়নি। পাঁচ বছরে ৭৯ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ হলেও এর মধ্যে উচ্চশিক্ষিতের হার কম। দেশের চাকরির বাজারের চাহিদার সঙ্গে শিক্ষাব্যবস্থার বিপরীত অবস্থান লাখ লাখ শিক্ষিত বেকারই শুধু সৃষ্টি করছে। শিক্ষাজীবন শেষে শিক্ষার্থীদের একাংশকে বেছে নিতে হচ্ছে বেকারত্বের জীবন। যাদের চাকরি জুটছে নিয়োগদাতাদের কেউ কেউ তাদের সঙ্গে দাসসুলভ আচরণ করারও সুযোগ পাচ্ছেন। দিনে ১৫-১৬ ঘণ্টা ডিউটি করিয়ে তাদের যে বেতন দেওয়া হচ্ছে তা অনেক ক্ষেত্রে দিনমজুরদের উপার্জনের চেয়ে বেশি নয়। শ্রমশক্তি সম্পর্কিত জরিপ অনুযায়ী দেশে বেকারত্বের সংখ্যা ৩০ লাখ; যার সিংহভাগই শিক্ষিত। চাকরির প্রতিযোগিতার বাজার এতটাই চরমে যে, একটি পদের বিপরীতে শতাধিক প্রার্থীকে প্রতিযোগিতা করতে হয়। ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্টের ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশে শিক্ষিত বেকারের হার সবচেয়ে বেশি। প্রতি ১০০ স্নাতক ডিগ্রিধারী তরুণ-তরুণীর মধ্যে ৪৭ জনই বেকার। আর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী বেকারদের মধ্যে চিকিৎসক-প্রকৌশলীর হার ১৪ দশমিক ২৭ শতাংশ। নারী চিকিৎসক-প্রকৌশলীর মধ্যে বেকারত্বের হার প্রায় ৩১ শতাংশ। এর পরই আছেন উচ্চমাধ্যমিক ডিগ্রিধারীরা। তাদের ক্ষেত্রে বেকারত্বের হার ১৩ দশমিক ৭৪ শতাংশ। বেকারত্বের হার সর্বাধিক বেশি এমন ২০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২। বেকারত্বের উচ্চহার সামাজিক বিপর্যয়ের আশঙ্কা সৃষ্টি করছে। উচ্চহারের প্রবৃদ্ধিকে প্রহসনে পরিণত করছে উচ্চশিক্ষিতদের বেকারত্ব। এজন্য দায়ী দেশের শিক্ষাব্যবস্থাও। ব্যাঙের ছাতার মতো সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হলেও কর্মমুখী শিক্ষার চাহিদা পূরণের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে দেশে ৩০ লাখ বেকার সত্ত্বেও বিভিন্ন প্রতিষ্ঠান বিদেশ থেকে কর্মী আনতে বাধ্য হচ্ছে। রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার স্বার্থে এ সংকট থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর