মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

অর্থনীতির দুই বিসংবাদ

সমাধানের উদ্যোগ ইতিবাচক

মরুঝড়ের সময় উটপাখির মতো বালুতে মুখ গুঁজে বিপর্যয় এড়ানো যায় না এটি একটি বহুল প্রমাণিত বিষয়। সমস্যার সমাধানে সমস্যাকে চিহ্নিত করতে হয়। তারপর সমাধানের কার্যকর পথ বেছে নিতে হয়। দেশের অর্থনীতির বিসংবাদ সৃষ্টিকারী দুটি খাত পুঁজিবাজার ও ঋণ খেলাপ সমস্যার ক্ষেত্রে নিকট ও দূর অতীতে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বাস্তবতাকে অস্বীকার করে উটপাখির মতো বালুতে মুখ গুঁজে ঝড়-ঝঞ্ঝাকে অস্বীকার করতে চেয়েছেন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সে পথে না গিয়ে সমস্যাকে স্বীকার করে তার সমাধানের উদ্যোগ নেওয়ার ওপর জোর দিয়েছেন। সংসদে প্রশ্নোত্তরকালে দ্বিধাহীনভাবে স্বীকার করেছেন শেয়ারবাজার বর্তমানে নিয়ন্ত্রণে নেই। এটি নিয়ন্ত্রণাধীনে আনতে আগামী বাজেটে প্রণোদনা দেওয়ার কথা বলেছেন তিনি। প্রতিশ্রুতি দিয়েছেন পুঁজিবাজারকে শক্তিশালীভাবে চালানোর জন্য যা কিছু উপযোগ্য সে ব্যবস্থা করা হবে। ঋণ খেলাপ সমস্যার সমাধানেও বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের ওপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী। বলেছেন, ঋণখেলাপি সব ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে দেশের অর্থনীতি চালানো যাবে না। আবার সবাইকে মাফও করা যাবে না। ঋণখেলাপিদের মাফ করে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে সরকার। ইচ্ছাকৃতভাবে যারা খেলাপি হয়ে যায় তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন অবশ্যই নিতে হবে। অর্থমন্ত্রীর উপলব্ধি ব্যাংকের সুদ না কমালে খেলাপি ঋণ কমানো যাবে না। সুদ কমাতে পারলেই আমাদের শিল্পকারখানাগুলো বেঁচে যাবে। কর্মসংস্থান সৃষ্টি হবে। সবার স্বার্থে তিনি এ কাজটি করতে চাচ্ছেন। এরই মধ্যে অনেক বিতর্ক হচ্ছে, অনেকে অনেক রকম কথা বলছেন। বলা হচ্ছে ঋণখেলাপিদের মাফ করে দেওয়া হচ্ছে। মাফ কিন্তু সারা বিশ্বে করা হয়। সারা বিশ্বেই ঋণখেলাপিদের মাফ করে দেওয়ার ব্যবস্থা আছে। আমাদের দেশে বিকল্প বিরোধ নিষ্পত্তি আইন কার্যকর ছিল না, যে কারণে ব্যাংকে ঢুকলে সেখান থেকে বের হওয়ার পথ ছিল না। তাই আমরা আইনগুলো কার্যকর করে সে আইনি প্রক্রিয়ায় সহনীয় পরিস্থিতি তৈরি করে সবাইকে এখান থেকে মাফ করার ব্যবস্থা করব। কথায় বলে বিড়াল কালো কি ধলা বিষয়টি তা নয়, গুরুত্বপূর্ণ হলো বিড়াল ইঁদুর ধরতে পারে কিনা। শেয়ারবাজার ও ঋণ খেলাপ সমস্যার সমাধানে অযথা বিতর্কে না মেতে সমস্যা চিহ্নিত করে সমাধানের জন্য সঠিক পথে এগোতে হবে। আমরা আশা করব ব্যবসা ক্ষেত্রে মন্ত্রীর অভিজ্ঞতা থাকায় এ দুই সমস্যার গ্রন্থিমোচনে তিনি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর