শুক্রবার, ৩ মে, ২০১৯ ০০:০০ টা

জাপানের নতুন সম্রাট

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার হোক

যুবরাজ নারুহিতো জাপানের নতুন সম্রাট হিসেবে শপথ নিয়েছেন। জাপানে একসময় সম্রাট পদের মর্যাদা ছিল আকাছোঁয়া। ঈশ্বরের অবতার হিসেবে ভাবা হতো তাকে। দ্বিতীয় মহাযুদ্ধের পর সাংবিধানিক রাজতন্ত্রের পথে পা বাড়িয়েছে জাপান। সরকার পরিচালনায় সম্রাটের কোনো ভূমিকা নেই বললেই চলে। তার পরও সম্রাট পদটি এখনো অনন্য মর্যাদার অধিকারী। নারুহিতোর সম্রাট পদে দায়িত্ব লাভ সে দেশের কয়েক হাজার বছরের ইতিহাসের ব্যতিক্রমী ঘটনা। জাপানে যিনি সম্রাট হন তিনি অমৃত্যু সে পদে থাকেন। সম্রাট আকিহিতো বার্ধক্যের কারণে দায়িত্ব পালনে অক্ষম হওয়ায় সম্রাটের পদ থেকে সরে দাঁড়ানোর ফলেই তার জ্যেষ্ঠ পুত্র নতুন সম্রাট হিসেবে শপথ নিয়েছেন। জাপানের ৫৯ বছর বয়সী নতুন সম্রাট ৩০ বছর ধরে পিতার ছত্রচ্ছায়ায় থেকে সাংবিধানিক কাঠামোর আওতায় সম্রাটের ওপর অর্পিত দায়িত্ব সম্পর্কে ভালোভাবে অবহিত হয়েছেন। মনে করা হচ্ছে সম্রাট হিসেবে তিনি বাবার পথ ধরেই চলবেন। পিতা আকিহিতো শান্তির যে ভাবধারায় অনুপ্রাণিত হয়ে সাংবিধানিক সীমাবদ্ধতার ভিতরে থেকেও দেশের জনগণকে শান্তি বজায় রাখার তাগিদ সম্পর্কে সচেতন করেছেন, পুত্র নারুহিতো সে পথেই চলবেন। তার পরও নতুন সম্রাটকে ঘিরে কিছুটা নতুনত্ব জাপানের জনগণ প্রত্যাশা করতেই পারে। সে প্রত্যাশার পেছনে রয়েছে সম্রাট নারুহিতোর তুলনামূলক ব্যতিক্রমী জীবনধারা। সম্রাটের পরিবারে ব্যতিক্রমী সদস্য হিসেবে উদার পারিবারিক পরিবেশে বেড়ে উঠেছেন নারুহিতো। সেই সঙ্গে বৈশ্বিক ভাবনাচিন্তায় নানা দিক থেকে প্রভাবিত হয়েছেন তিনি। ফলে শান্তি ও মৈত্রীর বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে আরও বেশি সক্রিয় ভূমিকা সম্রাট নারুহিতো রাখবেন- এমনটিই আশা করা হচ্ছে। জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু দেশ। বাংলাদেশের উন্নয়নে জাপানি সহায়তার কোনো তুলনা নেই। স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধুর জাপান সফরের মাধ্যমে যার শুরু। জাপান এ পর্যন্ত বাংলাদেশকে যে ঋণ দিয়েছে তার সিংহভাগই পরে অনুদান হিসেবে রূপান্তর করা হয়েছে। যমুনা সেতু নির্মাণে জাপানি সহায়তা এ ধরনের বিশাল প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা করে। আমরা আশা করব, নতুন সম্রাটের আমলে বাংলাদেশ-জাপান সুসম্পর্ক আরও বিকশিত হবে। বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়বে এবং দুই দেশের আস্থার সম্পর্ক এশিয়া তথা বিশ্বশান্তি জোরদারে ভূমিকা রাখবে। সম্রাট নারুহিতোকে আমাদের অভিনন্দন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর