শিরোনাম
রবিবার, ৫ মে, ২০১৯ ০০:০০ টা
পাঠক কলাম

পিছিয়ে পড়া উপজেলা বিজয়নগর

বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে পিছিয়ে পড়া এলাকা। বর্তমান সরকারের আমলে সারা দেশে রেকর্ড পরিমাণ উন্নয়ন কাজ হলেও বিজয়নগর উপেক্ষিত হয়েছে যোগ্য নেতৃত্বের অভাবে। এ উপজেলাকে এগিয়ে নিতে হলে উপজেলা চেয়ারম্যান পদে এমন লোককে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া উচিত যিনি এলাকাবাসীকে সার্বক্ষণিক সময় দেবেন। বর্তমান উপজেলা চেয়ারম্যান এ ক্ষেত্রে গত পাঁচ বছর ছিলেন ব্যর্থ। নির্বাচিত চেয়ারম্যানের অমনোযোগিতায় বিজয়নগরে গত পাঁচ বছরে কাক্সিক্ষত উন্নয়ন হয়নি। রাস্তাঘাটের অবস্থা চরমভাবে বেহাল। চান্দুরা থেকে আখাউড়া পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি চলাচলকারীদের দুর্ভোগই শুধু নিশ্চিত করছে। এলাকাবাসী উপজেলা চেয়ারম্যানের কাছে রাস্তা সংস্কারের ব্যাপারে সনির্বন্ধ আবেদন জানিয়েও কোনো সুফল পায়নি।

বিজয়নগর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান একসময় ছিলেন জাতীয় পার্টির অঙ্গসংগঠন যুবসংহতির যুগ্ম-আহ্বায়ক। এরশাদ সরকার আমলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর মিথ্যা মামলা চাপিয়ে তাদের এলাকা ছাড়তে বাধ্য করেছেন এমন অভিযোগ ওপেন সিক্রেট। পরে আওয়ামী লীগে যোগ দিলেও তিনি দলের নেতা-কর্মীদের আস্থা অর্জন করতে পারেননি কর্মীদের সময় না দেওয়ার কারণে। গত পাঁচ বছর উপজেলা চেয়ারম্যান হিসেবে ব্যর্থ হওয়ায় তাকে আবারও দলীয় মনোনয়ন দিলে আওয়ামী লীগের পক্ষে জয়ী হয়ে আসা অসম্ভব হয়ে দাঁড়াবে।

বর্তমান উপজেলা চেয়ারম্যানের বদলে অন্য যে কাউকে নৌকার মনোনয়ন দিলে নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে। স্থানীয় আওয়ামী লীগের ত্যাগী নেতা-কর্মীদের পক্ষ থেকে এ ব্যাপারে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার জোরালো হস্তক্ষেপ কামনা করছি। পাশাপাশি বিজয়নগর থেকে এমন কাউকে মনোনয়ন দেওয়া হোক, যিনি গণমানুষের আপনজন হিসেবে পরিচিত।

সামসুর রহমান, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।

সর্বশেষ খবর