সোমবার, ৬ মে, ২০১৯ ০০:০০ টা

কোরআন নাজিলের মাস রমজান

হাফেজ মাও. মেরাজুল ইসলাম চাঁদপুরী

কোরআন নাজিলের মাস রমজান। সিয়াম সাধনার মাস রমজান। আল্লাহতায়ালা বলেন, আমি একে (কোরআনকে) নাজিল করেছি শবেকদরে। সূরা কদর, আয়াত-১। নবীজী (সা.) ইরশাদ করেন, রমজানের শেষ ১০ দিনের বেজোড় তারিখগুলোতে তোমরা শবেকদর অনুসন্ধান কর। বুখারি। আল্লাহ কোরআন নাজিল করেছেন শবেকদরে আর নবীজীর হাদিস থেকে বোঝা যায় শবেকদর রমজানে। এ আয়াত ও হাদিস প্রমাণ করে বা সাক্ষী দেয় কোরআন নাজিলের মাস পবিত্র রমজান মাস। পৃথিবীর বুকে মহান আল্লাহ মানুষ সৃজন করে পাঠিয়েছেন। কারণ, মানুষ তাঁর পরিচয় জেনে তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়বে। এ মানুষগুলোকে সৃষ্টি করে অনর্থক ছেড়ে দেননি। পথ দেখানোর জন্য যুগে যুগে, ধাপে ধাপে নবী ও রসুল পাঠিয়েছেন এবং মানুষদের সঠিক পথ দেখানোর জন্য তাদের ওপর নাজিল করেছেন আসমানি কিতাব। এ আসমানি প্রতিটি কিতাবের বান্দার জন্য প্রথম সবক ছিল ইমান অর্থাৎ ‘লা ইলাহা ইল্লাল্লাহ’, যার প্রথম শিক্ষক হলেন হজরত আদম (আ.) এবং সর্বশেষ শিক্ষক হলেন জনাবে মুহাম্মদ (সা.)। এ কালিমা পৃথিবীর সব মানুষকে প্রথমে দুটি ভাগে ভাগ করে। (১) মেনে নেওয়া (২) মেনে না নেওয়া। যারা মেনে নেয়নি তারা চিরতরে জাহান্নামি। আর যারা মেনে নিয়েছে, তাদের আবার দুটি ভাগে ভাগ করেছে (১) যারা সদা পুণ্যের কাজে ব্রত তারা চিরদিনের জন্য জান্নাতি। এদের জন্য জাহান্নাম হারাম। (২) আর যারা সদা পুণ্যের কাজে ব্রত ছিল না বরং মাঝে মাঝে গুনাহে লিপ্ত ছিল এদের জন্য রয়েছে সাময়িক জাহান্নাম। অতঃপর জান্নাত। অর্থাৎ কালিমা মেনে নেওয়া ওয়ালারা সবাই জান্নাতি। যা নবীজীর হাদিস প্রমাণ করে। নবীজী ইরশাদ করেন, ‘মান কাল-লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ’। -বুখারি। এ কালিমা পড়নেওয়ালারা সবাই জান্নাতি। কেউ মৃত্যুর সঙ্গে সঙ্গে, কেউ সাময়িক জাহান্নামে শাস্তি ভোগ করে। মোদ্দা কথা, যারা এ কালিমা মেনে নিয়েছে তাদের চিরদিনের জন্য জাহান্নাম হারাম। নবীজী আরও ইরশাদ করেন, দীনের সব কাজের আসল হচ্ছে কালিমা অর্থাৎ ইমান। -তিরমিজি, ইবনে মাজা, মেশকাত।

এ কালিমার মূল দাবি হলো, আল্লাহকে এক বলে জানা। তার তাওহিদকে স্বীকার করা। পৃথিবীর বুকে তার হুকুম বাস্তবায়ন করা। এখন মানুষ কীভাবে আল্লাহকে এক বলে জানবে, তাওহিদকে স্বীকার করে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়বে, এটির জন্য প্রয়োজন ছিল নবী-রসুল পাঠানো। তাই মহান আল্লাহ মানুষকে তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যুগে যুগে নবী ও রসুল পাঠিয়েছেন এবং দিকনির্দেশনা দেওয়ার জন্য গাইড লাইন অর্থাৎ আসমানি কিতাব নাজিল করেছেন। সর্ব শেষ নাজিলকৃত আসমানি কিতাব হলো আল-কোরআন। এ কোরআন জগৎবাসীর ওপর সব ধর্মের সব মানুষের জন্য মহা গাইড লাইন। এটি (কোরআন) মানুষকে তার মালিক পর্যন্ত অর্থাৎ আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়।

লেখক : পরিচালক, মাদ্রাসাতু ইক্রা ও হাফসা (রা.) মহিলা মাদ্রাসা -কালিয়াকৈর।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর