বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯ ০০:০০ টা

টাইগারদের বড় জয়

বিশ্বকাপ লড়াইয়ে অনুপ্রেরণা জোগাবে

আয়ারল্যান্ডের ক্লনটার্ফ ক্রিকেট গ্রাউন্ডে ত্রিদেশীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। একসময় ওয়েস্ট ইন্ডিজ ছিল বিশ্বের সবচেয়ে দাপুটে ক্রিকেট দল। কালের বিবর্তনে ক্যারিবীয়দের অবস্থান এখন নড়বড়ে। তার পরও ওয়েস্ট ইন্ডিজ দল যে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে সমীহ পাওয়ার যোগ্য। মাত্র এক দিন আগে স্বাগতিক আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটিতে ৪৭.২ ওভারে ৩৬৫ রানের বিশ্বরেকর্ড করেছেন শাই হোপ এবং ক্যাম্পবেল যথাক্রমে ১৭০ ও ১৭৯ রান নিয়ে। এর আগের রেকর্ড ছিল পাকিস্তানের, তাও ৩০৪ রানের। সেই ওয়েস্ট ইন্ডিজকে টাইগাররা হেসেখেলে পরাজিত করেছে ৮ উইকেটের ব্যবধানে। মঙ্গলবার প্রথমে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেট হারিয়ে ২৬১ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ ৫ ওভার হাতে রেখেই ২ উইকেট হারিয়ে ২৬৪ রান করে জয় তুলে নেয়। দুর্দান্ত বোলিং, তার চেয়েও আকর্ষণীয় ব্যাটিং, পাশাপাশি ফিল্ডিং-নৈপুণ্য। ক্রিকেটের সব বিভাগে অসাধারণ পারফর্ম করে হেসেখেলে ম্যাচ জিতেছে বাংলাদেশ। আগের দিনে বিশ্বরেকর্ড করা শাই হোপের ১০৯ রানের দারুণ সেঞ্চুরির পরও মাশরাফি ৩ উইকেট ও সাইফুদ্দিনের ২ উইকেট হাতিয়ে নেওয়া দারুণ বোলিং ওয়েস্ট ইন্ডিজকে আটকে দেয় অল্পতেই। মুস্তাফিজ খরুচে বোলিং (১০ ওভারে ৮৪ রান, ২ উইকেট) না করলে আরও আগেই থেমে যেত ক্যারিবীয় ইনিংস। ব্যাট হাতে ২৬১ রানের লক্ষ্যটা সহজেই পাড়ি দেন তামিম-সৌম্যরা। উদ্বোধনী জুটিতে ১৪৪ রান করেন তামিম-সৌম্য। চেজের বলে ৭৩ রান করে আউট হন সৌম্য। তামিম করেন ৮০ রান। বাকি কাজটা শেষ করেন সাকিব (৬১) ও মুশফিকুর রহিম (৩২)। বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। আশা করা হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশের বিশাল জয় স্বাগতিক আয়ারল্যান্ডের বিরুদ্ধে শক্ত লড়াইয়ে অনুপ্রেরণা জোগাবে। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ অংশ নিয়েছে বিশ্বকাপ সিরিজ সামনে রেখে। ইংল্যান্ডের সমগোত্রীয় আবহাওয়ার দেশ আয়ারল্যান্ডে খেলে নিজেদের অভ্যস্ত করতে চাচ্ছে তারা। প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড ‘এ’ দলের কাছে হারলেও টাইগারদের ক্যারিবীয় দৈত্যবধ বিশ্বকাপের লড়াইয়ে অনুপ্রেরণা হয়ে দেখা দেবে- এমনটিই প্রত্যাশিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর