শুক্রবার, ১০ মে, ২০১৯ ০০:০০ টা

ইয়াঙ্গুনে বিমান দুর্ঘটনা

যাত্রীদের রক্ষা পাওয়া স্বস্তিদায়ক খবর

মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ড্যাশ-৮ যাত্রীবাহী উড়োজাহাজ বুধবার সন্ধ্যায় অবতরণের সময় রানওয়ে থেকে আছড়ে পড়ে তিন টুকরা হয়ে যায়। এর ফলে আহত হন বিমানের পাইলটসহ ২০ যাত্রী। এদের মধ্যে ১৫ জনকে ইয়াঙ্গুনে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত। বিমানটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হলেও তাতে আগুন না ধরায় পাইলট ও ক্রুসহ ৩৩ যাত্রী প্রাণে বেঁচে যান। মিয়ানমারের বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব ছবি এসেছে তাতে কানাডার কোম্পানি বোম্বার্ডিয়ারের তৈরি ড্যাশ ৮ উড়োজাহাজটিকে রানওয়ের পাশে ঘাসের মধ্যে বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যাচ্ছে। এভিয়েশন সেইফটি নেটওয়ার্কের দেওয়া তথ্যানুযায়ী উড়োজাহাজটির ফিউজিলাজ ভেঙে তিন টুকরা হয়ে গেছে, তলাও ফেটে গেছে। সন্ধ্যায় বজ্রপাত ও ঝড়ো হাওয়ার মধ্যে ইয়াঙ্গুন বিমানবন্দরের ২১ রানওয়ে দিয়ে অবতরণ করতে যান পাইলট শামীম ও ফার্স্ট অফিসার আকাশ। কিন্তু একপর্যায়ে এয়ারক্রাফটি রানওয়ের বামদিকে ছিটকে বেরিয়ে যায়। রানওয়ের বাইরে দ্রুতগতিতে চলমান এয়ারক্রাফটের সামনে ও  পেছনের অংশে দুই স্থানে স্পষ্ট ফাটল সৃষ্টি হয়। একপর্যায়ে জরুরি নির্গমন গেট দিয়ে যাত্রী ও ক্রুদের বের করে আনতে সক্ষম হন ইয়াঙ্গুন বিমানবন্দরের কর্মীরা। ইন্টারন্যাশনাল এভিয়েশন হাব জানিয়েছে, তিন টুকরা এয়ারক্রাফটটি ব্যবহারের উপযুক্ততা হারিয়েছে। দুর্ঘটনায় পতিত যাত্রীদের ফেরত আনতে বিমানের একটি বিশেষ ফ্লাইট মঙ্গলবার রাতে ইয়াঙ্গুনে পাঠানো হয়েছে। ঝড় ও প্রবল বজ্রপাতের মধ্যে বিমানবন্দরে উড়োজাহাজ অবতারণা নিঃসন্দেহে জটিল কাজ। ঢাকা থেকে ইয়াঙ্গুনগামী বিমানটি বড় ধরনের দুর্ঘটনায় পতিত হলেও পাইলট-ক্রুসহ যাত্রীদের প্রাণে রক্ষা পাওয়া নিঃসন্দেহে একটি স্বস্তিদায়ক খবর। আমরা আশা করব দুর্ঘটনার কারণ উদঘাটনে গঠিত তদন্ত কমিটি তাদের রিপোর্টে কী কারণে বিমানটি দুর্ঘটনায় পতিত হলো, তা উদঘাটনের চেষ্টা করবে। পাশাপাশি বিমানের ওপর যাত্রীদের আস্থা জিইয়ে রাখতে নিরাপত্তার দিকটি যাতে সর্বোচ্চ গুরুত্ব পায় সে বিষয়ে আরও যত্নবান হওয়া জরুরি। দুর্ঘটনার পর আহত যাত্রীদের ব্যাপারে ইয়াঙ্গুনের বাংলাদেশ হাইকমিশন যে সক্রিয়তা দেখিয়েছে তা প্রশংসার দাবিদার। আমরা আশা করব প্রতিটি দূতাবাস দেশের নাগরিকদের সেবাদানের সক্ষমতা গড়ে তুলতে সচেষ্ট হবে।

সর্বশেষ খবর