শিরোনাম
রবিবার, ১২ মে, ২০১৯ ০০:০০ টা

সংকটের নাম বিমান

লিজের নামে যেন পকেট পূর্তি না হয়

উড়োজাহাজ সংকটে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইট চালু রাখা অসম্ভব হয়ে পড়েছে। ইয়াঙ্গুনে বিমানের ড্যাশ-৮ উড়োজাহাজটি দুর্ঘটনায় পতিত হওয়ার পর বিমান অভ্যন্তরীণ রুটের সাতটি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে। প্রতি বছর ঈদকে সামনে রেখে রোজার মাসে অভ্যন্তরীণ রুটগুলোতে বাড়তি ফ্লাইটের ব্যবস্থা করে বিমান। কিন্তু গত বুধবার ইয়াঙ্গুনে বিমানের একটি ড্যাশ-৮ উড়োজাহাজ অবতরণের সময় দুর্ঘটনায় পতিত হলে যাত্রী ও ক্রুদের সবাই প্রাণে বেঁচে গেলেও উড়োজাহাজটি মেরামতের অযোগ্য হয়ে পড়ে। উল্লেখ্য, তিনটি ড্যাশ-৮ উড়োজাহাজ দিয়ে ঢাকা থেকে সৈয়দপুর, রাজশাহী, বরিশাল, যশোর, সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজার রুটে এবং বোয়িং ৭৮৭, ৭৭৭ ও ৭৩৭ উড়োজাহাজ দিয়ে সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট চালানো হয়। ইয়াঙ্গুনে দুর্ঘটনা কবলিত উড়োজাহাজটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ায় অতিরিক্ত ফ্লাইট পরিচালনার বিষয়টি অনিশ্চয়তার মুখে পড়েছে। তবে পরিস্থিতি সামাল দিতে দুটো উড়োজাহাজ ভাড়া করে আনার কথা জানিয়ে বিমানের পক্ষ থেকে বলা হয়েছে, আলাফকো এভিয়েশন লিজ অ্যান্ড ফাইন্যান্স কোম্পানির কাছ থেকে ছয় বছরের জন্য দুটি বোয়িং ৭৩৭ এয়ারক্র্যাফট লিজ নেওয়া হচ্ছে। এ দুটো উড়োজাহাজ দিয়ে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, রাজশাহী, বরিশাল ও যশোরে ফ্লাইট পরিচালনা করা হবে। এর ফলে এয়ারক্র্যাফটের সংকট আর থাকবে না, যাত্রীদেরও অসুবিধা হবে না। রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমানের বহরে বর্তমানে ১৩টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে দুটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার, চারটি বোয়িং ৭৭৭-৩০০, চারটি ৭৩৭-৮০০ ও তিনটি ড্যাশ-৮। এর মধ্যে একটি বোয়িং ৭৩৭ মেরামতের জন্য গ্রাউন্ডেড। আর মিয়ানমারে দুর্ঘটনায় একটি ড্যাশ-৮ উড়োজাহাজ অকেজো হয়ে গেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস চার যুগের পুরান বিমান সংস্থা হলেও অব্যবস্থাপনার কারণে এটি এমনই নাজুক অবস্থায় পতিত হয়েছে যে, একটি বিমান ব্যবহারের অযোগ্য হয়ে পড়ায় অভ্যন্তরীণ রুট চালু রাখা ঝুঁকিতে পড়েছে। সংকট মেটাতে উড়োজাহাজ ভাড়া করার যে উদ্যোগ চলছে তা যাতে কর্তা ব্যক্তিদের পকেটপূর্তি করার সুযোগ হিসেবে ব্যবহৃত না হয়, সে বিষয়টি খুবই জরুরি। আমরা আশা করব উড়োজাহাজ লিজ নেওয়ার ক্ষেত্রে অতীতের তিক্ত অভিজ্ঞতাগুলো মনে রাখা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর