বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর জাপান সফর

সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টোকিওতে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় বলেছেন, জাপানকে উন্নয়নের মডেল হিসেবে ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ বিষয়ে বঙ্গবন্ধুর বক্তব্যকে তিনি অনুপ্রেরণা হিসেবে বেছে নিয়েছেন। জাতির পিতা বলতেন, জাপানের অর্থনীতি ছিল কৃষিভিত্তিক। এই কৃষিভিত্তিক অর্থনীতি থেকেই জাপান শিল্পোন্নত দেশে পরিণত হয়েছে। একসময় বিশ্বের সব থেকে শক্তিশালী শিল্পোন্নত দেশ হিসেবে জাপান প্রতিষ্ঠা লাভ করে। জাতির পিতা সব সময় বলতেন, আমাদের যেমন কৃষি রাখতে হবে, সঙ্গে সঙ্গে দেশকে শিল্পোন্নত করতে হবে, ঠিক জাপান যেভাবে করেছে। জাপান একটা মডেল আমাদের কাছে। জাপান আমাদের পরীক্ষিত বন্ধু। জাপানে আমাদের রপ্তানি বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে জাপানের বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে। মহেশখালীর মাতারবাড়ী, নারায়ণগঞ্জের আড়াইহাজারসহ বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় জাপানি বিনিয়োগ হচ্ছে। স্মর্তব্য, প্রধানমন্ত্রী ৩১ মে পর্যন্ত জাপান সফর করবেন। এ সময় তিনি ফিউচার এশিয়া শীর্ষক ২৫তম আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দেবেন। এ ছাড়া তিনি ঢাকার গুলশানে হোলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত জাপানি পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হবেন এবং জাপানি ব্যবসায়ী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহ্যের অনুষঙ্গ। এ সম্পর্কের শুরু দ্বিতীয় মহাযুদ্ধকালে। উপমহাদেশের স্বাধীনতাকামীরা জাপানের সহায়তা নিয়ে এ দেশকে ইংরেজ শাসনমুক্ত করতে চেয়েছিলেন। যাদের নেতা ছিলেন একজন বাঙালি- নেতাজি সুভাষ চন্দ্র বসু। দ্বিতীয় মহাযুদ্ধে জাপানের পরাজয়ের পর মিত্রশক্তি জাপান সম্রাটের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল করে তার বিচারক ছিলেন একজন বাঙালি। তিনি জাপান সম্রাটকে যুদ্ধাপরাধের দায় থেকে রেহাই দেন। বাঙালির প্রতি জাপানিদের সহমর্মিতার এটি একটি অন্যতম কারণ। স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনে সবচেয়ে উদার হাত নিয়ে এগিয়ে আসে জাপান। দ্বিতীয় মহাযুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হওয়া জাপান ফিনিক্স পাখির মতো ভস্ম থেকে উড়াল দেওয়ার কৃতিত্ব দেখিয়েছে। বাংলাদেশও মুক্তিযুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর অসীম সাহসে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধু স্বাধীনতার পর জাপানে যে অবিস্মরণীয় সংবর্ধনা পান তা দুই দেশের বন্ধুত্বকে অমরত্বের উপাদানে পরিণত করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরকালে তা আরও উচ্চতায় উঠবে- এমনটিই প্রত্যাশিত।

সর্বশেষ খবর