বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯ ০০:০০ টা

নুসরাত হত্যার চার্জশিট

বিচারে অপরাধীদের শাস্তি নিশ্চিত হোক

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। চার্জশিটে অভিযুক্ত হিসেবে চিহ্নিত ১৬ জনের মধ্যে এজাহারভুক্ত আটজনও রয়েছেন; যার মধ্যে আছেন হুকুন্ডমের আসামি সোনাগাজী মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা। পিআইবি অভিযুক্তদের সবার মৃত্যুদন্ড চেয়েছে। মাদ্রাসাছাত্রী নুসরাত লম্পট অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার যৌন হয়রানির শিকার হয়। বাবার বয়সী একজন শিক্ষকের অশালীন আচরণের তীব্র প্রতিবাদ জানায় নুসরাত। এ ব্যাপারে তার পরিবার আইনের আশ্রয় নেয়; যা নুসরাতের জন্য কাল হয়ে দাঁড়ায়। তাকে ঠান্ডা মাথায় পুড়িয়ে হত্যা করার ষড়যন্ত্র আঁটেন লম্পট সিরাজ-উদ-দৌলা ও তার সহযোগীরা। চার্জশিট প্রদান উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে পিবিআই-প্রধান বলেন, ঘটনায় অভিযুক্ত প্রত্যেকের সুনির্দিষ্ট ভূমিকা উল্লেখ করে মামলার চার্জশিট প্রস্তুত করা হয়েছে। মাদ্রাসার অর্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও যৌন হয়রানির মতো নানা অপকর্মের সঙ্গে জড়িত ১৬ জন একে অন্যের সঙ্গে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট। এ অপকর্মের বিরুদ্ধে নুসরাত প্রতিবাদী হয়ে উঠেছিল। তাই ১৬ জনের প্রত্যেকে সুচিন্তিতভাবে সুস্থ মস্তিষ্কে এ হত্যাকান্ড ঘটান। ঠান্ডা মাথায় এ হত্যায় চারটি শ্রেণি-পেশার মানুষকে অংশ নিতে দেখা যায়-  শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, স্থানীয় সরকার প্রশাসন ও শিক্ষার্থী। খুনের পর ঠান্ডা মাথায় পরীক্ষাও যে দেওয়া সম্ভব তা ভাবনাতীত। আসামিরা সর্বোচ্চ শাস্তি পাবেন বলেও তিনি আশা করেন। গত ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের অভিযোগে ওই মাদ্রাসার অধ্যক্ষ এস এম সিরাজ-উদ-দৌলাকে আটক করে পুলিশ। ৬ এপ্রিল নুসরাতকে কৌশলে ওই মাদ্রাসার ছাদে ডেকে নেন অধ্যক্ষের সহযোগীরা। সেখানে নুসরাতের হাত-পা বেঁধে তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাঁচ দিন পর ১০ এপ্রিল মারা যায় নুসরাত। দুই মাসের মাথায় দেশের ইতিহাসের অন্যতম চাঞ্চল্যকর মামলার সব আসামিকে গ্রেফতার ও চার্জশিট প্রদান নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। আমাদের বিশ্বাস, আর কাউকে যাতে নুসরাতের মতো করুণ ভাগ্য বরণ করতে না হয় তা নিশ্চিত করতে দ্রুত বিচারে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর