শনিবার, ৮ জুন, ২০১৯ ০০:০০ টা
ধর্মতত্ত্ব

শাওয়ালের ছয় রোজার ফজিলত

শাহ মাহমুদ হাসান

শাওয়ালের ছয় রোজার ফজিলত

রমজানে মাসব্যাপী যারা সিয়াম সাধনায় পার করেছেন তাদের জন্য শাওয়াল মাসে রয়েছে সারা বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব পাবার সুবর্ণ সুযোগ। অল্প আমলের মাধ্যমে আল্লাহর অসীম পুরস্কার পাওয়ার একটি সহজ আমল হলো শাওয়ালের ছয়টি নফল রোজা। কোনো বান্দা যদি আল্লাহর সন্তুষ্টির আশায় রমজানের রোজার পরই এ ছয়টি রোজা রাখে তাহলে আল্লাহতায়ালা তাকে পূর্ণ একটি বছর রোজা রাখার সওয়াব দান করবেন।

রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখল এবং পরবর্তী শাওয়াল মাসে ছয়টি রোজা রাখল সে যেন গোটা বছরই রোজা রাখল।’ মুসলিম। কারও পক্ষে এক বছর লাগাতার রোজা রাখা সহজসাধ্য কাজ নয়। কিন্তু শাওয়ালের ছয়টি রোজা পালনের মাধ্যমে এ অসাধ্য কাজের সওয়াব অর্জন করা সম্ভব। একদিন হজরত উবায়দুল্লাহ (রা.) রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রসুলুল্লাহ! আমি কি সারা বছর রোজা রাখতে পারি? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তোমার ওপর তোমার পরিবারের হক রয়েছে। কাজেই তুমি সারা বছর রোজা না রেখে রমজানের রোজা রাখো এবং শাওয়ালের ছয়টি রোজা রাখো, তাতেই সারা বছর রোজা রাখার সওয়াব পাবে।’ তিরমিজি। নাসাইর বর্ণনায় এসেছে ‘রমজানের রোজা ১০ মাসের রোজার সমতুল্য আর শাওয়ালের ছয় রোজা দুই মাসের রোজার সমতুল্য। সুতরাং এ হলো এক বছরের রোজা।’ রমজানের ৩০টি রোজার সঙ্গে শাওয়ালের ছয়টি রোজা যুক্ত হলে মোট রোজার সংখ্যা হয় ৩৬টি। আর প্রতিটি পুণ্যের জন্য ১০ গুণ পুরস্কারের কথা উল্লেখ করে আল্লাহতায়ালা বলেন, ‘যে ব্যক্তি একটি নেকির কাজ করবে সে ব্যক্তি ১০ গুণ বেশি সওয়াব পাবে।’ সূরা আনয়াম, আয়াত ১৬০। তাহলে ৩৬টি রোজার ১০ গুণ হলে ৩৬০টি রোজার সমান। আর ৩৫৪ বা ৩৫৫ দিনে চন্দ্র বছর পূর্ণ হয়। অর্থাৎ ৩৬টি রোজার মাধ্যমে সারা বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াবের অধিকারী হওয়া যাবে। শাওয়ালের যে কোনো সময় এ রোজা আদায় করা যায়। ধারাবাহিকভাবে বা মাঝে মাঝে বিরতি দিয়েও এ রোজা পালন করা যায়। শাওয়ালের মধ্যে আদায় করলেই সারা বছর রোজা রাখার ফজিলত অর্জন করা যাবে। তবে ঈদুল ফিতরের পরপর শাওয়ালের প্রথম দিকে একসঙ্গে ছয়টি রোজা রাখাই উত্তম।

 

                লেখক : ইসলামবিষয়ক গবেষক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর