শুক্রবার, ১৪ জুন, ২০১৯ ০০:০০ টা

ডেঙ্গু আগ্রাসন

এডিস মশা থেকে সতর্ক থাকতে হবে

রাজধানীতে চলতি বছর ডেঙ্গু ও চিকুনগুনিয়ার আগ্রাসন গত কয়েক বছরের তুলনায় বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগাম বৃষ্টির কারণে চলতি বছর শুরু থেকেই গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী ২০১৯ সালের জানুয়ারি থেকে চলতি মাস পর্যন্ত রাজধানীতে ৩৪১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ৩৬, ফেব্রুয়ারিতে ১৮, মার্চে ১২, এপ্রিলে ৪৪, মে-তে ১৩৯ ও জুনে এ পর্যন্ত ৯২ জন আক্রান্ত হয়েছেন। গড়ে প্রতিদিন কমপক্ষে ৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। গেল এপ্রিলে ডেঙ্গুজ্বরে দুজন মারা গেছেন। পরিসংখ্যান অনুযায়ী ১ থেকে ৮ জুন পর্যন্ত ৫৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন; যা খুবই উদ্বেগজনক। বর্তমানে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৩ জন চিকিৎসা নিচ্ছেন। বিশেষজ্ঞদের মতে বছরের প্রথম তিন মাস ডেঙ্গুর প্রকোপ কম থাকে। এপ্রিল থেকে বাড়তে থাকে। জুন থেকে নভেম্বর পর্যন্ত চলে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মৌসুম। চলতি বছরের প্রথম পাঁচ মাসে ডেঙ্গুর প্রকোপ গত বছরের তুলনায় বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ভরা মৌসুমে এ ভয়াবহ ভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে পারে। চিকিৎসকদের মতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার কোনো প্রতিষেধক নেই। এর চিকিৎসা মূলত রোগের উপসর্গগুলোকে নিরাময় করা। রোগীকে সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে এবং প্রচুর পানি ও অন্যান্য তরল খাবার খেতে দিতে হবে। জ্বরের জন্য প্যারাসিটামল-জাতীয় ওষুধই যথেষ্ট। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার কোনো ভ্যাক্সিন বা টিকা নেই। তাই প্রতিরোধই হলো সবচেয়ে কার্যকর উপায়। আতঙ্কিত হওয়া নয়, দুই ভাইরাস সম্পর্কে সতর্ক থাকতে হবে। চিকুনগুনিয়ার ভাইরাস জ্বর কয়েক সপ্তাহের জন্য আক্রান্তদের কর্মক্ষমতা কেড়ে নেয়। বিপদ এড়াতে এডিস মশা থেকে নিজেদের নিরাপদ রাখা সবার জন্যই জরুরি। মশা নিধনের কার্যকর উদ্যোগ না থাকায় রাজধানীতে চিকুনগুনিয়া ও ডেঙ্গুর ভাইরাস ক্রমেই ছড়িয়ে পড়ছে। এডিস মশা সাধারণত দিনের বেলায় মানুষকে কামড়ায়, সেহেতু দিনে যাদের ঘুমানোর অভ্যাস তাদের সতর্ক থাকতে হবে। এডিস মশা যেহেতু স্বচ্ছ পানিতে ডিম পাড়ে সেহেতু বাড়ি বা ঘরের ফুলের টব বা কোনো পাত্রে স্বচ্ছ পানি যাতে একাধিক দিন উন্মুক্ত অবস্থায় না থাকে সে ব্যাপারে থাকতে হবে সতর্ক। এ ব্যাপারে নাগরিক সচেতনতা সৃষ্টিতেও নিতে হবে উদ্যোগ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর